X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘আয়নাবাজি’র নাটকজুড়ে সিঁথি সাহা!

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০১৭, ১৫:৫০আপডেট : ১০ জুন ২০১৭, ১৭:৪০

সিঁথি সাহা রোজার ঈদে টিভি পর্দায় আসছে তুমুল দর্শকপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র ‘আয়ানবাজি’র ছায়া অবলম্বনে ধারাবাহিক নাটক ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। প্রতি পর্বে থাকছে নতুন গল্প। যা মূলত একেকটি একক নাটক।

সিরিজের বেশিরভাগ শিল্পীই একটি করে নাটকে কাজ করেছেন। তবে সংগীতশিল্পী সিঁথি সাহার জন্য ঘটনা একটু ব্যতিক্রম। কারণ তাকে পাওয়া যাবে ধারাবাহিকটির দুটি নাটকে! 

একটিতে আসছেন অভিনয়শিল্পী হিসেবে, অপরটিতে গায়িকা।

ঈদের তৃতীয় দিন আয়নাবাজি অরিজিনাল সিরিজে প্রচার হবে আশফাক নিপুণের ‘দ্বন্দ্ব সমাস’ নাটক। এতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা। তার চরিত্রের নাম মালা। তাকে পাওয়া যাবে রওনক হাসানের বিপরীতে। শুক্রবার (৯ জুন) নাটকটির শুটিং হয়েছে।

সপ্তম দিন প্রচারিতব্য গৌতম কৈরির ‘শেষটা একটু অন্যরকম’ নাটকের জন্য গেয়েছেন সিঁথি। গানের শিরোনাম ‌‌‘বিস্ময় ঘোর’।

মুনজুরুল শিবলীর কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার সংগীত পরিচালক ইন্দ্রজিত দাশ গুপ্ত।

নাটকের একটি দৃশ্যে রওনক হাসান ও সিঁথি সাহা সিঁথি বললেন, ‘‘দ্বন্দ্ব সমাস’ নাটকে আমার চরিত্র খুবই ছোট। তবে গল্পের নায়িকা হিসেবে আছি। এতে মালা মেয়েটি হিন্দু পরিবারের। মূল ঘটনা আবর্তিত হয় রওনক হাসানকে ঘিরে। এর মাধ্যমে প্রায় ১ বছর পর নাটকে অভিনয় করলাম। আর গানে তো নিয়মিতই কাজ করছি। সে ধারাবাহিকতায় দ্বিতীয় নাটকটিতে গাইলাম।’’

‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ ঈদ আয়োজনে টানা সাত দিন তিনটি টিভি চ্যানেল- জিটিভি, আরটিভি এবং মাছরাঙা টিভিতে একইসঙ্গে প্রতিদিন রাত ৮টায় প্রদর্শিত হবে।

সিঁথি সাহার অভিনয় এবং গান সংশ্লিষ্ট দুটি নাটকের বাইরে এই সিরিজের আওতায় আরও প্রচার হচ্ছে ঈদের প্রথম দিন কৃষ্ণেন্দু চট্টোপ্যধায়ের ‘ফুল ফোটানোর খেলা’, দ্বিতীয় দিন সুমন আনোয়ারের ‘রাতুল বনাম রাতুল’, চতুর্থ দিন তানিম রহমান অংশুর ‘কে? কেন? কীভাবে?’, পঞ্চম দিন রবিউল আলম রবির ‘মুখোমুখি’ এবং ষষ্ঠ দিন আমিতাভ রেজা চৌধুরীর ‘মার্চ মাসে শুটিং’।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়