X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ফারিয়া লাম্বি রেস কা ঘোড়া: জিৎ

বিনোদন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১৬:০৩আপডেট : ১৪ জুন ২০১৭, ১৮:৫০

ফারিয়া প্রসঙ্গে বলছেন জিৎ প্রশ্নটা ছিল এমন- এর আগেও একটি ছবিতে আপনার নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া। এবার ‘বস-টু’ ছবিতেও একসঙ্গে কাজ করলেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা আসলে কেমন ছিলো?

এমন প্রশ্নের মূল উত্তরে যাওয়ার আগে ফারিয়াকে নিয়ে বেশ স্তুতিও করলেন কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ।

বললেন, ‘ফারিয়া দেখতে খুব সুন্দর। ভালো নাচে, অভিনয় করে। যদি ছোট করে বলি, তাহলে বলা যায়, সে যেমন সুন্দর তারচেয়েও সুন্দর ছিল আমাদের কাজের অভিজ্ঞতা।’

অনুষ্ঠানে জিৎ-ফারিয়ার আলিঙ্গন হিন্দি-বাংলার মিশেলে আরও জুড়ে দিলেন জিৎ, ‘ফারিয়া লাম্বি রেস কা ঘোড়া। অনেকদূর তার গন্তব্য!’

মঙ্গলবার (১৩ জুন) বিকালে জিৎ-ফারিয়াকে নিয়ে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। উদ্দেশ্য, যৌথ প্রযোজনার ছবি ‘বস-টু’-এর প্রচারণা ও ইফতার আয়োজন। এতে উপস্থিত ছিলেন ছবির অপর প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কসের প্রধান ও নায়ক জিৎ, নায়িকা নুসরাত ফারিয়া ও জাজের চেয়ারম্যান আবদুল আজিজসহ অনেকে। মূলত তারা তিনজনই ছবিটি নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেন সাংবাদিকদের সঙ্গে।

যৌথ প্রযোজনা নিয়েও কথা বলেন জিৎ। বলেন, ‌‘বস টু’ যৌথ প্রযোজনার সব নীতিমালা অনুসরণ করেছে। তাই এর মুক্তিতে বাধা আসবে বলে মনে হয় না।’

ইফতারের স্মৃতিও স্মরণ করতে ভোলেননি তিনি। তার ভাষ্য, ‘গত বছরও রোজার সময় এসেছিলাম। এবারও তাই। আপনাদের সঙ্গে ইফতার করতে ভালো লাগে। আবারও আসবো।’

সংবাদ সম্মেলনে জিৎ-ফারিয়ার পাশে প্রযোজক আবদুল আজিজ এদিকে ফারিয়া ও আবদুল আজিজও তুলে ধরেন ‘বস-টু’ নিয়ে নানা কথা। জানান, ছবিটি ঈদে মুক্তির জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

কলকাতার বাবা যাদব পরিচালিত ‘বস-টু’ ছবিতে জিতের বিপরীতে ঢাকার নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। ছবিটি সেন্সরে বোর্ডে আছে। আসছে রোজার ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র