X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘প্রযুক্তি প্লাস পয়েন্ট, তবে কনটেন্ট থাকতে হবে’

বিনোদন ডেস্ক
১৫ জুন ২০১৭, ২২:৪৫আপডেট : ১৬ জুন ২০১৭, ১৪:৫৫

বাংলা ট্রিবিউন বৈঠকি ঈদের দিনকয়েক বাকি। সবাই ব্যস্ত ঈদকে সাজাতে। ছোট পর্দা, বড় পর্দা আর অডিও বাজারে গোছাতে সময় যাচ্ছে। কেমন হওয়া উচিত বিনোদনের ঈদ— এ ভাবনা থেকেই বৃহস্পতিবার (১৫ জুন) বাংলা ট্রিবিউন আয়োজন করে বিশেষ বৈঠকি। অনুষ্ঠানটির শিরোনাম ‘ঈদ বিনোদন: কী চাই, কী চাই না’।
মুন্নী সাহা মুন্নী সাহার সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন দেশ টিভির অনুষ্ঠান প্রধান রবিউল করিম, সংগীতশিল্পী সামিনা চৌধুরী, উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ, জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ, অভিনেতা আদনান ফারুক হিল্লোল, সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল, অভিনেত্রী দীপা খন্দকার ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
বক্তা হিসেবে শুরুটা করেন জুলফিকার রাসেল। উপস্থাপক মুন্নীর প্রশ্ন ছিল, ‘‘ঈদ বিনোদন: কী চাই, কী চাই না’— এই চাওয়া-পাওয়াতে কোনও যায়-আসে?’’
জুলফিকার রাসেল জুলফিকার রাসেল বলেন, ‘আমার মনে হয় যায়-আসে। দর্শক ও প্রযোজকদের পয়েন্ট অব ভিউ থেকেই বলতে চাই, দুইটা ঈদ নিয়ে নির্মাতাদের ভাবনা থাকে ভালো কিছু করার। যদি অডিও বাজার ভালো গান, চলচ্চিত্র ভালো ছবি ও টেলিভিশন ভালো নাটকগুলো নেওয়ার চেষ্টা করে, তাহলে ভালো কিছু করা সম্ভব। তবে আগের মতো এখন দর্শকরা আয়োজন করে কম বসেন। এখন লাইভ অনুষ্ঠান হয় মধ্যরাত পর্যন্ত। অনেকে রাত জেগে দেখেন। অনেকে এর সমালোচনাও করেন।’
দীপা খন্দকার নাটকের মান ও নিজের পছন্দ নিয়ে কথা বলেন দীপা খন্দকার। তিনি বলেন, ‘কেউ যদি একটা নাটকের নাম মেনশন করে আমার প্রশংসা করে, তার মানে সে দেখছে। এত বিজ্ঞাপন, নিজের কাজ— সবকিছু সামলেও তারা যখন দেখেন, তাদের আমাদের স্যালুট করা উচিত। আর কাজ বাছাইয়ের ক্ষেত্রে আমি কাজটি করব নাকি করব না— এ সিদ্ধান্তের বাইরে আমাদের আর স্বাধীনতা নেই। আমি মনে করি, মানুষ যেটা পছন্দ করছে সেটাই কোয়ালিটি কাজ।’
আদনান ফারুক হিল্লোল কথার পিঠে কথা বলেন অভিনেতা হিল্লোল। তার ভাষ্য, ‘নাটকের মান নেই— এ বক্তব্য একেবারে ঠিক না। একশটি কাজের মধ্যে ৩০টি মানসম্পন্ন নয়, এটা ঠিক। আবার ঈদের একটা প্রতিযোগিতা আছে। চ্যানেলগুলো তিন দিন, পাঁচ দিনের পর সাত দিন ধরে ঈদ উৎসব করছে। এত তো দরকার নেই।’
রবিউল করিম টিভিতে দর্শকদের মনোযোগ ফিরিয়ে আনার বিষয়ে কথা জানতে চান মুন্নী। এতে দেশ টিভির অনুষ্ঠান প্রধান টিআরপিসহ বাস্তবতা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে টেলিভিশন ভিউয়ার ৮০ শতাংশ বাইরের চ্যানেল দেখেন। আর ২০ শতাংশ নিয়ে আমরা কাড়াকাড়ি করছি ২৭ থেকে ২৮টি চ্যানেল। এটা নিয়ে ভাবতে হবে।’
আনজাম মাসুদ জুলফিকার রাসেল জানতে চান, ‘এখন ম্যাগাজিন অনুষ্ঠান হয় না কেন?’ জবাবে উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘এখন মাগ্যাজিন অনুষ্ঠান সেভাবে হয় না। এখানে বাজেট একটা বড় বিষয়। এমনও হয়েছে, অনেকে আগ্রহ দেখালেও বাজেট দেখে অনেকে পিছিয়ে গেছেন। ঈদের আমার একটি অনুষ্ঠান যাবে। সেখানে গাইবেন সালমা ও আরফিন রুমি। তারা কিন্তু দুই টাইপের শিল্পী। তাদের নিয়ে ফিউশন তৈরি করলাম। কণা ও ইমরানকে নিয়ে এলাম। এগুলো কিন্তু বড় বাজেটের বিষয়।’
আবদুল আজিজ চলচ্চিত্র বিপণন নিয়ে আবদুল আজিজ বলেন, ‘২০১২ সালে আমরা তৈরি করলাম ‘ভালোবাসার রং’ ছবিটি। ঝকঝকে ছবি। দর্শকরা এটা খেলো। সঙ্গে নতুন জুটি। এরপর আমরা থ্রিডিও করছি। গত বছর ‘বাদশা’ ও ‘শিকারী’ মুক্তি দিলাম। ঝকঝকে ছবির সঙ্গে যোগ হলো আপডেটেড কনটেন্ট, বিদেশে চিত্রায়ন ও গ্রাফিক্সের ব্যবহার।’ মুন্নী বলেন, ‘মার্কেটিংয়ের কৌশল হিসেবে আপনারা বির্তক তৈরি করেছেন।’ এ অভিযোগ অস্বীকার করেন জাজ মাল্টিডিয়ার চেয়ারম্যান।
সামিনা চৌধুরী প্রযুক্তি দিয়ে কি সংগীতের মান বাড়ানো সম্ভব— জুলফিকার রাসেলের এমন প্রশ্নে সংগীতশিল্পী সামিনা চৌধুরী বলেন, ‘প্রযুক্তি প্লাস পয়েন্ট হতে পারে। তবে বেসিক থাকতে হবে, কনটেন্ট থাকতে হবে।’
জহিরুল ইসলাম সোহেল অডিও শিল্প নিয়ে কথা বলেন সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। তিনি বলেন, ‘‘ঈদ বিনোদন: কী চাই ও কী চাই না’— এটা আমাদের জন্য প্রশ্ন নয়। এটা হওয়া উচিত দর্শক শ্রোতাদের জন্য। তাদের পছন্দগুলো জানা উচিত। গানের পাশাপাশি তো আমরা মিউজিক ভিডিও করছি। মানুষ প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছেন— এটা মাথায় রেখে এগুচ্ছি। আমরা ইউটিউবের ওপর জোর দিচ্ছি।’
তবে আলোচকরা সবাই একমত হন, ভালো কিছু তৈরিতে প্রযোজক, শিল্পী, অনুষ্ঠানকর্তা— সবারই এক হওয়া উচিত। আর দর্শকদের কথা মাথায় রেখেই সাজানো উচিত অনুষ্ঠান।
বাংলা ট্রিবিউনের নিয়মিত এ বৈঠকি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায়। সাপ্তাহিক এ আয়োজনের সহযোগী এটিএন নিউজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়।
/এম/টিআর/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!