X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবারও চাঁদরাতে প্রিন্স মাহমুদের সুরে...

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ১৬:৩৯আপডেট : ১৮ জুন ২০১৭, ১৮:১৬

তাহসান, তপু, মিনার এবং প্রিন্স মাহমুদ প্রিন্স মাহমুদের সুরে..., এই লাইনটি কোনও অ্যালবাম প্রচ্ছদে থাকা মানেই বেস্ট সেলার অ্যালবাম হয়ে যাওয়া। এটা শূন্য দশকের চিত্র। তবে চলতি দশকে এসেও সেই ধারা অটুট রেখেছেন শুদ্ধ বাংলা গানের এই নন্দিত কারিগর।

প্রিন্স মাহমুদ এবারের ঈদে হাজির হচ্ছেন তার নতুন আয়োজন ‘ভূমিপুত্র’ নিয়ে। যেখানে কণ্ঠ দিয়েছেন তাহসান, তপু, মিনারসহ ৭ জন কণ্ঠশিল্পী।
প্রিন্স মাহমুদ জানান, বিষয়ভিত্তিক ৬টি গান থাকছে এতে। গানগুলোর কাজ প্রায় শেষ। গানগুলোর শিরোনাম এমন- ছেলেটি সত্যজিৎ হতে এসেছিল, মটরশুঁটি মাঠে, ভূমিপুত্র, বাড়ি ফেরার তাড়া, উত্তরায়ণ, আয়লানের আড়ি এবং দাশখত। এরমধ্যে ৭টি গান প্রিন্স মাহমুদের লেখা হলেও বাড়ি ফেরার তাড়া গানটি লিখেছেন জাহিদ আকবর।
‘ভূমিপুত্র’ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘এবারের গানগুলো অন্য যে কোনও অ্যালবামের চেয়ে বেশি গীতিকবিতা নির্ভর। চেষ্টা করেছি  প্রতিটি গানে এক একটি বিষয় তুলে আনতে। হয় তো ভালো লাগবে শ্রোতাদের।’

আরও বলেন, ‘অ্যাকোস্টিক ইন্সট্রুমেন্ট ব্যবহার করেছি সব গানেই। সব নতুন গান কিন্ত  কিছুটা অতীতের মতো উপস্থাপনা। সুর আর কথায়ও শ্রোতাদের ভাবনার একটা জায়গা থাকবে।’
প্রিন্স মাহমুদের কথা-সুরের এই বিশেষ অ্যালবামটি এবারও প্রকাশ পাচ্ছে চাঁদরাতে। ব্যানার জি-সিরিজ। এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, ১৯৯৫ সাল থেকে তার প্রায় প্রতিটি অ্যালবামই প্রকাশ পেয়েছে চাঁদরাতে। এবারও তার ব্যত্যয় ঘটছে না। 
প্রসঙ্গত, নিকট অতীতে প্রিন্স মাহমুদের কথা-সুরে ‘নির্বাচিতা’, ‘অপরাজিতা’, ‘নিমন্ত্রণ’, ‘কেয়া পাতার নৌকো’, ‘খেয়াল পোকা’ অ্যালবামগুলো বরাবরের মতো প্রশংসা কুড়ায়।
তারও আগে শূন্য দশকের ব্যান্ড মিক্স অ্যালবামের এই যুবরাজের সফলতার কথা তো সবারই জানা।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)