Vision  ad on bangla Tribune

একসঙ্গে আর দেখা যাবে না রণবীর-ক্যাটকে?

বাংলা ট্রিবিউন ডেস্ক১৪:০৩, জুন ১৯, ২০১৭

রণবীর ও ক্যাটসালমান খানের সঙ্গে অভিনয় করলেও সদ্য সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আর কখনোই জুটি বেঁধে অভিনয় করবেন না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! প্রকাশ্যে এমন মন্তব্যই করেছেন এই তারকা। এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের ছবি ‘জাগ্গা জাসুস’। এর আগে বড়পর্দায় সফল ছিলেন এই জুটি।

ছবিটির প্রচারণার কাজে থাকার সময় এক সাংবাদিক প্রশ্ন করেন রণবীরের সঙ্গে আর কোনও ছবিতে তাকে দেখা যাবে কিনা! ক্যাটরিনা বলেন, ‘এটা খুবই কঠিন হবে। রণবীরও জানিয়েছে, সে এমন কিছু করতে আগ্রহী নয়। ফলে এমনটা আর কখনোই হবে না।’
সাংবাদিকরা এমন সময় রণবীরের উত্তরের অপেক্ষায় ছিলেন। কিন্তু এ বিষয়ে কোনও কথা বলেননি তিনি।
বলিউডের অনেকেই এই কথা বলেছেন। তারে দুজনেরই কাছের এক পরিচালক বলেন, ‘সামনের কয়েক বছর ব্যস্ত থাকবেন রণবীর ও ক্যাটরিনা। ফলে তাদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা খুবই কম।’
২০১১ সালে ‍সম্পর্কে জড়ান এই দুই তারকা। ২০১৬ সালের জানুয়ারিতে সম্পর্কের ইতি ঘটে। সম্পর্কে থাকা অবস্থায় চুক্তিবদ্ধ হন ‘জাগ্গা জাসুস’ ছবিতে। দুজনের একসঙ্গে শুটিংয়ে অনাগ্রহের কারণে ছবিটির মুক্তিতে জটিলতা দেখা যায়। তবে সব ছাপিয়ে এবছরই মুক্তি পাচ্ছে অনুরাগ বসু পরিচালিত ছবিটি।
এর আগে ২০০৯ সালে রাজকুমার সন্তোসির ‘আজব প্রেম কি গজব কাহানি’ ও ২০১০ সালে প্রকাশ ঝা এর ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেন তারা।
ছবি ও সূত্র: এনডিটিভি
/এমএইচ/এম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ