Vision  ad on bangla Tribune

বাবা দিবস হলো না পিটের মতো!

বাংলা ট্রিবিউন ডেস্ক১৬:০২, জুন ১৯, ২০১৭

সন্তানদের সঙ্গে পিটরবিবার বিশ্ব বাবা দিবসে নিজের পরিকল্পনামতো সময় কাটাতে পারেননি হলিউড অভিনেতা ব্র্যাড পিট। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর সন্তানরা এখন তার কাছে নেই।
কিন্তু বাবা দিবসে সন্তানদের নিজের মতো করে পাবেন বলে ভেবেছিলেন এই তারকা।
কিন্তু মার্কিন সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের মতে, এদিন লস অ্যাঞ্জেলেসে ছিলেন ব্র্যাড। আর সন্তানদের নিয়ে শহরের বাইরে চলে যান জোলি।
এক সূত্র জানায়, এ নিয়ে জোলির ওপর খুবই ক্ষুব্ধ তিনি।
আরেক সংবাদমাধ্যম হলিউড লাইফ জানায়, কোনও অভিযোগ না করলেও সন্তানদের নিয়ে অনেক পরিকল্পনা ছিলো পিটের। নিজের বাসাকেও অন্যরকমভাবে সাজিয়েছিলেন তিনি।
পিট এদিন তার সন্তানদের সঙ্গে পেইন্টবল খেলে সময় কাটাতে চেয়েছিলেন। তাদের জন্য অনেক খেলনাও কিনে রেখেছিলেন তিনি। তবে ১৮ জুনেই সন্তানদের নিয়ে শহরের বাইরে চলে যান জোলি। বিমানবন্দরে ছয় সন্তানের সঙ্গে গ্রিন আর্মি কোট পড়া অবস্থায় দেখা যায় তাকে।
তবে তাদের নিয়ে কোথায় গেছেন, সেই বিষয়টি কেউ জানে না। শোনা যাচ্ছে, সন্তান জাহারর জন্মদিন উদযাপনে ইথিওপিয়া যেতে পারেন তিনি। ৬ জুলাই জাহারাকে আফ্রিকার এই দেশ থেকে দত্তক নিয়েছিলেন ব্র্যাঞ্জেলিনা জুটি। এরপর কেটে গেছে ১২ বছর।
সূত্র: হলিউড লাইফ
/এমএইচ/এম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ