Vision  ad on bangla Tribune

অর্ণবের ১৭ চিরকুটের ৬

বিনোদন রিপোর্ট১৪:১৮, জুন ২০, ২০১৭

এক অ্যালবামে গানের সংখ্যা ১৭টি! ইপি বা সিঙ্গেলের সময়ে এভাবেই দেড় ডজনের কাছাকাছি গান প্রকাশিত করলেন সংগীতশিল্পী অর্ণব। নাম ‘অন্ধ শহর’।

এদিকে অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ড চিরকুটও। ৬টি গান দিয়ে সাজিয়েছে তাদের অ্যালবাম। এর নাম ‘উধাও’।
এ দুটি অ্যালবামই অনলাইন প্ল্যাটফর্মে এনেছে রবি ইয়োন্ডার। ১৮ জুন থেকে তাদের অ্যাপে গানগুলো শোনা যাচ্ছে।
এদিকে ‘অন্ধ শহর’ সম্পর্কে অর্ণব জানান, ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত অনেক গান অসমাপ্ত রয়েছিল তার। সে গানগুলো বাছাই করেই নতুন এ অ্যালবাম। জানান, এটি সিডি আকারে প্রকাশও হবে।
চিরকুটের ‘উধাও’ অ্যালবামের গানগুলো হলো- ‘টিভি’, ‘কেউ জোনাক’, ‘নিয়ম বুঝি না’, ‘কাঁটাতার’, ‘উধাও’ ও ‘তারুণ্য’।
ব্যান্ডের গায়িকা সুমি জানালেন, ‘টিভি’ গানটির ভিডিও শিগগিরই প্রকাশ হবে। এছাড়া পর্যায়ক্রমে অ্যালবামের অন্য গানগুলোও ভিডিও হবে।
/এম/এমএম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ