Vision  ad on bangla Tribune

এলিটা-মাহাদীর ‘অনুভূতি’

বিনোদন রিপোর্ট১৫:২৭, জুন ২০, ২০১৭


মাহাদী ও এলিটাএলিটা আর মাহাদী; তাদের শেষ যৌথ সফলতা আসে ‘অন্তহীন’ অ্যালবাম দিয়ে, তাও বেশ ক’বছর আগে। তাদের গাওয়া ‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’ গানগুলো দারুণ মায়া ছড়ায় গান বাজারে।

এরপর মাঝে এলিটা কিছু গান করলেও মাহাদীকে সে অর্থে পাওয়া যায়নি।
তবে আসছে ঈদ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি দুজনকে এক করার উদ্যোগ নিয়েছে। তৈরি হয়েছে বিশেষ একটি গান। নাম তার ‘অনুভূতি’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন আর সুর-সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।
আবার একসঙ্গে গাওয়া প্রসঙ্গে এলিটা বলেন, ‘খুব বেশি তো আর গাওয়া হয় না আমার। আর মাহাদীর সঙ্গে কাজের সংখ্যা তো আরও কম। তবে যৌথ গানের বেলায় আমাদের দুজনের একটা ক্যামেস্ট্রি আছে বোধহয়। আমরা যে কটি গান গেয়েছি তার প্রতিটি শ্রোতারা উপভোগ করেছেন বেশ। এবারের গানটিও সেই পথেই এগুবে, প্রত্যাশা করছি।’
এদিকে মাহাদী বলেন, ‘‘হৃদয়ের ঝড়ে’ গানটির ব্যাপক সফলতার লম্বা বিরতির পর আবারও আমরা গাইলাম। এলিটা আপুর সঙ্গে গান গাওয়া মানে আমার জন্য বাড়তি পাওনা।’’
গানটি মুক্তি পাচ্ছে জিপি মিউজিক অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। লিরিক ভিডিও হিসেবে থাকছে সিএমভির ইউটিউব চ্যানেলেও।

/এমআই/এম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ