X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উপস্থাপনা বিষয়টি ইন্টারেস্টিং লেগেছে: অনন্ত জলিল

বিনোদন রিপোর্ট
২১ জুন ২০১৭, ১৫:০৬আপডেট : ২১ জুন ২০১৭, ১৬:১৮

বর্ষা-অনন্ত বড় পর্দার আলোচিত জুটি অনন্ত-বর্ষাকে অনেকদিন ধরেই নতুন ছবিতে পাওয়া যাচ্ছে না। তবে মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে নানা গেটআপে প্রায়সই দেখা মেলে তাদের।

সেই ধারাবাহিকতায় এই দম্পতি এবার বসছেন উপস্থাপকের আসনেও। তবে একসঙ্গে নয়। বর্ষা জানান, একুশে টিভির একটি ঈদ বিশেষ অনুষ্ঠানের দুটি আলাদা পর্বে তারা উপস্থাপকের আসনে বসেছেন।
এরমধ্যে ঈদের তৃতীয়দিন অনন্ত জলিল এবং ষষ্ঠদিন বর্ষার উপস্থাপনায় ‘আমার ছবি, আমার গান’ নামের অনুষ্ঠানটি প্রচার হবে। অনন্ত-বর্ষাসহ এই অনুষ্ঠানের সাত পর্বের সাত জন চলচ্চিত্র তারকার উপস্থাপনা উপভোগ করবেন দর্শকরা। যেখানে নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শুটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ণনা করেছেন এখানে।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতিমধ্যে ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘উপস্থাপনা বিষয়টি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। তাছাড়া অনুষ্ঠানটি আমার নিজের গান নিয়ে কথা। তাই আর দেরি করলাম না, এক কথায় রাজি হয়ে গেলাম। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।’
সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদের প্রথম দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।  
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!