X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এই ঈদে নাদিয়ার একমাত্র নাচ!

বিনোদন রিপোর্ট
২৪ জুন ২০১৭, ১৭:০৫আপডেট : ২৪ জুন ২০১৭, ১৭:১৬

‘পরিবর্তন’ মঞ্চে নাদিয়া ও তার দল নাদিয়া। মূলত তিনি নৃত্যশিল্পী। অভিনয়ও করেন নিয়মিত। সম্ভবত শুরু থেকে এ পর্যন্ত তিনিই একমাত্র নৃত্যশিল্পী- যাকে বরাবরই অভিনয়ের চেয়ে নাচের দিকেই বেশি ঝুঁকে থাকতে দেখা গেছে। টিভি অনুষ্ঠান এবং দেশ-বিদেশের মঞ্চে, তার নাচ চলে সমানতালে।

আর ঈদ উৎসবের বিশেষ অনুষ্ঠানমালায় প্রতি বছরই নাদিয়ার বাহারি নাচের দেখা মেলে দেশের বেশিরভাগ টিভি চ্যানেলে। যদিও এবার তার ভক্তদের জন্য অপেক্ষা করছে দু’টি বিশেষ সংবাদ। এই ঈদে নাদিয়া নেচেছেন মাত্র একটি অনুষ্ঠানে। অন্যদিকে এবার দেশের বেশিরভাগ টিভিতেই দেখা যাবে তার অভিনয়।
নাদিয়া জানান, নানা কারণেই এবার তিনি একটিমাত্র নাচ করেছেন। ফলে এবারের নাচের আয়োজনটি ছিল তার কাছে বেশি স্পেশাল। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে এবার নাদিয়া নেচেছেন বিটিভির ঈদ বিশেষ ম্যাগাজিন ‘পরিবর্তন’ মঞ্চে।  
নাদিয়া বলেন, ‘সবাই জানেন নাচই আমার আসল প্রাণের জায়গা। ঈদ আয়োজনে এবারও অনেক সুযোগ ছিল নাচের। কিন্তু সেটা আর করিনি। কারণ, মনের মতো একটা নাচ করলেই বেশি আনন্দ পাই। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
এদিকে ‘পরিবর্তন’ প্রধান আনজাম মাসুদ জানান আশা ভোঁসলের ‘বাঁশি শুনে কি ঘরে থাকা যায়’ গানটির সঙ্গে অসাধারণ কোরিওগ্রাফির চোখ ধাঁধানো নাচ পরিবেশন করেছেন নাদিয়া ও তার দল। যা সত্যিই মনমুগ্ধকর।
নাদিয়ার এই একমাত্র ঈদের নাচটি সম্প্রচার হচ্ছে ঈদের তৃতীয় দিন বিটিভিতে রাত ১০টা ২৫ মিনিটে ‘পরিবর্তন’ অনুষ্ঠানে। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার