X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভিডিওতে অন্য ইমরান সঙ্গে মৌমিতা

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ১৩:৩৩আপডেট : ২৬ জুন ২০১৭, ১৬:০৪

ভিডিওতে ইমরান ও মৌমিতা আগেই ইমরান আওয়াজ দিয়ে রেখেছেন, আসছে ঈদে একটি ভিন্ন স্বাদের বিশেষ গান-ভিডিও আসছে তার। এরমধ্যে গেল কয়েকদিন রোদে ঘেমে বৃষ্টিতে ভিজে বেজায় ব্যস্ত সময় পার করেছেন তিনি

সঙ্গে পরিচালক হিসেবে ছিলেন চন্দন রায় চৌধুরী আর মডেল হিসেবে ভালোই সঙ্গ দিয়েছেন কলকাতার কন্যা মৌমিতা হরি। আর সেই ভিন্ন ধারার মিউজিক ভিডিওটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ২৪ জুন রাত ১০টা নাগাদ।
স্বাভাবিক, ইমরানের ভিডিও মুক্তি পাওয়া মানে গান বাজারের পুরো দৃষ্টি এক বিন্দুতে স্থির হওয়া। জুলফিকার রাসেলের ভিন্ন মাত্রার গীতিকবিতায় এবারও ইমরান নিজের সুর-সংগীত-কণ্ঠে চমকে দিয়েছেন সবাইকে। ‌‘আমার ইচ্ছে কোথায়’ শিরোনামের গানটি দিয়ে ইমরান জানান দিয়েছেন জাত সংগীতশিল্পীর বার্তা। কারণ, এমন কথা কিংবা সুরের গান সচরাচর তার কণ্ঠে পাওয়া যায় না।
তারউপর এবার ভিডিওতে ইমরানের সঙ্গে ছিলেন কলকাতার মডেল মৌমিতা হরি। ভিডিওতে দু’জনের রোমান্টিক রসায়ন সত্যিই পলকহীন দেখার মতো।  
ইমরান বলেন, ‘গেল কদিন ধরে কাজটি খুব খেটেখুটে করেছি। কষ্ট করেছি সবাই। মৌমিতার দারুণ সাপোর্ট পেয়েছি। ভিডিওটি প্রকাশের পর যে সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে অনবদ্য একটা কাজ করে ফেললাম।’
প্রসঙ্গত, কলকাতার মডেল-অভিনেত্রী মৌমিতা হরি ঢাকায় প্রথম আসেন অনন্য মামুনের নির্মানাধীণ ‘বন্ধন’ এর কাজে। সেই সুবাদে মিনারের ‘পাগল’ গানেও কাজ করেন তিনি। এবার কলকাতা থেকে ঢাকায় এসেছেন শুধু ইমরানের ডাকে।
ভিডিওটি প্রসঙ্গে মৌমিতা বলেন, ‘গানটি তো অদ্ভুত সুন্দর। সত্যি। বলতে পারেন গানের প্রেমে পড়েই এবার ঢাকায় নামলাম। ভিডিওতে দারুণ একটা গল্প আছে। আমি জানি গানটি শুনে ও ভিডিওটি দেখে সবাই একটা ঘোরে চলে যাবেন।’
ভিডিওতে দেখুন ‘আমার ইচ্ছে কোথায়’:

/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!