X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অন্তর্জালেও দেখুন ঈদের নতুন নাটক!

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০১৭, ১৬:২৭আপডেট : ২৬ জুন ২০১৭, ১৬:৪৯

‘আমি ক্রিকেটার হতে চাই’ এর পরিচালকের সঙ্গে আফরান, অপি ও ঈশিকা ঈদ উৎসবকে ঘিরে টিভি চ্যানেলগুলোতে প্রতিদিন প্রচার হচ্ছে শতাধিক নাটক-টেলিফিল্ম আর অনুষ্ঠান। তবে বরাবরই দর্শকদের অসহায় অভিযোগ, মান ভালো হলেও এসবে আর মন বসিয়ে দেখা যায় না। একটাই সমস্যা-বিরামহীন বিজ্ঞাপন তরঙ্গ!

তবে এবারের ঈদে সেই ধারায় খানিক বাঁক বদল ঘটছে। বেশ কয়েকটি বিশেষ নাটক এবার নির্মিত হয়েছে অন্তর্জালকে কেন্দ্র করে। তাও আবার ঈদের সাত দিনই থাকছে ধারাবাহিক এই নাটকগুলো। যার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে চমক দেখিয়েছে গান প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

ঈদের প্রথম দিন (২৬ জুন) সন্ধ্যা ৭টা থেকে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে ‘আমি ক্রিকেটার হতে চাই’ শিরোনামের একটি নতুন ওয়েব সিরিজ। এটি নির্মাণ করেছেন টেলিভিশনের জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। আর এতে অভিনয় করেছেন আফরান নিশো, ঈশিকা খান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহরাব হোসেন অপি। সিরিজটিতে এক ক্রিকেটপাগল মেয়েকে মুগ্ধ করতে এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্পই তুলে ধরেছেন পরিচালক।

একই প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে ঈদের সাত দিন রাত ৯টায় পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে ‘অ্যাডমিশন টেস্ট’ নামের আরেকটি ওয়েব সিরিজ। তপু খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন টয়া, জোভান, তামিম মৃধা ও জাকি। এই ওয়েব সিরিজের শুটিং হয়েছে আরিচার দৌলতদিয়া যৌনপল্লিতে।
উপরের দুটি ওয়েব সিরিজ দুটি দেখা যাবে এই লিংকে- https://www.youtube.com/channel/UCIjLRyywnG8olYXAEVYGYgQ

‘অ্যাডমিশন টেস্ট’ সিরিজে যৌনকর্মী চরিত্রে টয়া এদিকে আরেক গান প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘ঝড়ের পরে’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। অভিনয় করেছেন সিয়াম ও পিয়া বিপাশা।

এল আমোর নিয়ে আসছে ৭ পর্বের কমেডি সিরিজ ‘টেস্টিং সল্ট’। এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন পার্থ শেখ, পারসা ইভানা (চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ এর বিজয়ী), এ কে নাদিম, প্রিন্স ও আলো হক।

রাশিফল নিয়ে তিন ভাইয়ের পরিবারের ঘটে যাওয়া মজার মজার ঘটনা নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজটি ঈদের দিন (২৬ জুন) থেকে টানা সাতদিন ‘এল আমোর টিভি’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। লিও প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজটির মূল ভাবনা ও রচনায় ছিলেন পরিচালক ইফতেখার আহমেদ ওশিন।

এদিকে বাংলা ঢোলের উদ্যোগে সাকিব রায়হানের রচনা ও পরিচালনায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্সে (www. banglaflix.com.bd) প্রচারিত হবে বিশেষ নাটক ‘উপহার’। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, নিলয় আলমগীর, উর্মিলা শ্রাবন্তী কর, জারা ও রামীন। মুক্তি পেয়েছে ২৫ জুন চাঁদরাতে।

/এস/এমএম/

সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার