X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ঈদের দ্বিতীয় দিন

আজকের নাটক ও টেলিফিল্ম

বিনোদন ডেস্ক
২৭ জুন ২০১৭, ০০:০৫আপডেট : ২৭ জুন ২০১৭, ১৩:৪০

ফটিক বাবু আজ (২৭জুন) ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে অর্ধশতাধিকের বেশি নাটক টেলিফিল্ম! সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকটির নাম, তথ্য প্রচার সময় তুলে ধরা হলো-

ঢাকায় টাকা উড়ে

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফখরুল হাসান। এতে অভিনয় করেছেন সাজু খাদেম, অর্ষা প্রমুখ। মাছরাঙা টিভিতে রাত ৯টায় প্রচার হবে এটি।

ফটিক বাবু
দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে টেলিফিল্ম ‘ফটিক বাবু’। এটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির এবং অভিনয় করেছেন মীর সাব্বির, অপর্ণা ও স্বাগতা।

মুদ্রার এপিঠ ওপিঠ

পরিচালনা শুভ্র খান। অভিনয়ে তারেক আনাম ও জেনী। চ্যানেল নাইনে বিকাল ৫টায় প্রচার হবে।

একটি সন্দেহের গল্প

রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে মিশু সাব্বির ও তানজিন তিশা। চ্যানেল নাইনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।

আমার না লেখা কিছু চিঠির কথা

নাটকটি পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু প্রমুখ। চ্যানেল নাইনে রাত ৯টায় প্রচার হবে।

নবাব ভাইয়ের নয়া বউ

আঞ্চলিক এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কামাল খান। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম ও অহনা। জিটিভিতে সন্ধ্যা ৬টায় প্রচার হবে।

চিলেকোঠা ও ভাড়াটিয়া

পরিচালনায় গোলাম মুক্তাদির শান। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা ও তারিক আনাম খান। জিটিভিতে রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

বসন্ত আসে বসন্ত যায়

পরিচালনা ইসরাত আহমেদ। অভিনয়ে কেয়া ও সজল। এসএ টিভিতে দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে এই টেলিফিল্ম।

একের পর ১

নাটকটি পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। অভিনয়ে তৌকীর ও অর্ষা। এসএ টিভিতে রাত ৮টা ৫০মিনিটে প্রচার হবে।

খোলা আকাশ খালি পা

পরিচালনা তারেখ মিন্টু। অভিনয়ে মৌসুমী ও মিলন। এশিয়ান টিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটকটি।

টোনাটুনির সংসার টোনাটুনির সংসার
রাত ১২টায় দীপ্ত টিভিতে প্রচার হবে একক নাটক ‘টোনাটুনির সংসার’। নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ ও সহিদ উন নবী এবং পরিচালনায় সহিদ উন নবী। নাটকটিতে অভিনয় করেছেন মিলন ও নওশীন।
ব্লাইন্ডনেস

রচনা শাহ মুহম্মদ নাইমুল করিম, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ ও নাদিয়া।  এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে।

হিরোগিরি

রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান ও তিশা। এটিএন বাংলায় রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে।

সোনার বরণী কইন্যা

টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। অভিনয়ে মেহজাবিন ও তৌসিফ। চ্যানেল আইতে দুপুর ২টা ৩০মিনিটে প্রচার হবে।

প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা

গল্প রাবেয়া খাতুন, পরিচালনা আবুল হায়াত। নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, অ্যালেন শুভ্র, সুমী। চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।

অসামাজিক

পরিচালনা ফেরদৌস হাসান। অভিনয়ে মাহফুজ ও সুমাইয়া শিমু। নাটকটি চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে।

পাশাপাশি

রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। একুশে টেলিভিশনে সকাল ১১টায় মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।  

নোটস

পরিচালনা মাসুদ হাসান উজ্জ্বল। অভিনয়ে তিশা, ইরেশ। একুশে টেলিভিশনে দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

তোমার দিকে আসছি

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয়ে জিতু আহসান ও মিলি। একুশে টেলিভিশনে রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে।

দেয়ালের ওপারে

রচনা ও পরিচালনা রেদওয়ান রনি। অভিনয়ে পূর্ণিমা ও দিনার। একুশে টেলিভিশনে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে।

রাতুল বনাম রাতুল

পরিচালনা সুমন আনোয়ার। আরটিভিতে, মাছরাঙা ও জিটিভিতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে আয়নাবাজি অরিজিনাল সিরিজের এই নাটকটি।

মাখন মিয়ার অদ্ভুত বউটা

পরিচালনা সাগর জাহান। অভিনয়ে জাহিদ হাসান ও তিশা। আরটিভিতে রাত ৮টা ৩৬ মিনিটে প্রচার হবে।

স্বপ্নচূড়ি

পরিচালনা তানিম রহমান অংশু। অভিনয়ে তাহসান, মম। আরটিভিতে রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

রঙিন বায়োস্কোপ

পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আবুল হায়াত, নিশো ও তিশা। আরটিভিতে রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

পরিণতি

পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তাহসান ও মেহজাবিন। বাংলাভিশনে দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

গল্পের শেষ নেই

পরিচালনায় হিমেল আশরাফ। অভিনয়ে মৌ, তৌসিফ ও শবনম ফারিয়া। বাংলাভিশনে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।

গৃহপালিত স্বামী

রচনা ও পরিচালনা ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয়ে জন ও মিথিলা। বাংলাভিশনে রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে।

প্ল্যাটফর্ম

রচনা পান্থ শাহরিয়ার, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মম, অপর্ণা ও জেনি। বাংলাভিশনে রাত ১১টা ৫৫ মিনিটে প্রচার হবে।

অভিমান

রচনা মারুফ রেহমান, পরিচালনা সাখাওয়াত সবুজ। অভিনয়ে আফরান নিশো, সাফা কবির। বৈশাখী টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে।

চোর ও চুড়ি

রচনা ও পরিচালনা জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে মোশারফ করিম ও জুঁই করিম। বৈশাখী টেলিভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে।

মজাই সাজা

গল্প নাসরীন নাহার ন্যান্সি, নাট্যরূপ ও পরিচালনা মারুফ মিঠু। অভিনয়ে শখ ও রওনক হাসান। বৈশাখী টেলিভিশনে রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।

অনুসিদ্ধান্ত

রচনা হাসানাত বিন মাতিন, পরিচালনা তানিম পারভেজ। অভিনয়ে অ্যালেন শুভ্র ও তিশা। দেশ টিভিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে।

নেতা ঠং অভিনেতা

রচনা ও পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে নিলয়, শতাব্দী ও প্রভা। দেশ টিভিতে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে।

কনফিউজড কনফিউজড

বিশেষ এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মীর আসাদঊজ্জামান আরিয়ান। অভিনয়ে জোভান ও তাসনুভা তিশা। মাছরাঙা টিভিতে রাত ৯টায় প্রচার হবে এটি।

তালপাতার পাখা

রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে মাহফুজ আহমেদ ও পূর্ণিমা। মাছরাঙা টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল