X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‌প্রতিক্রিয়া: বাচ্চু ভাই শান্তিতে ঘুমান

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০১৭, ১৬:৩২আপডেট : ২৮ জুন ২০১৭, ১৬:৪২

নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে নাজমুল হুদা বাচ্চু ২৮ জুন ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাজমুল হুদা বাচ্চু। সতীর্থদের কাছে বেশ প্রিয় এই অভিনেতার হঠাৎ মৃত্যুতে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘বাচ্চু ভাই শান্তিতে ঘুমান। প্রবল রসবোধ সম্পন্ন এই মানুষটাকে শ্রদ্ধা। একসাথে অনেক কাজ করেছি, আরও অনেক কাজ করবার কথা ছিলো। তা আর হলো না।’

‘অ্যাভারেজ আসলাম’-এর একটি দৃশ্য এদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেসবুকে জানান, ‘প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু ভাই চলে গেলেন না ফেরার দেশে। অনেক নাটকে অভিনয় করেছি একসঙ্গে। অনেক স্মৃতি, অনেক কথা। অনেক শ্রদ্ধার সম্পর্ক, অনেক স্নেহের সম্পর্ক, অনেক দুষ্টুমির সম্পর্ক ছিল মানুষটার সাথে। আর কোনওদিন দেখা হবে না বাচ্চু ভাইয়ের সাথে। ভালো থেকো বাচ্চু ভাই।’
নির্মাতা সাগর জাহান ‘অ্যাভারেজ আসলাম’ নাটকের বেশ কটি স্থিরচিত্র পোস্ট করে লিখেন, ‘‘আমাদের সবার প্রিয় নাজমুল হুদা বাচ্চু ভাই আর নেই। আপনি যেখানেই থাকেন ভালো থাকেন। আর কোনও দিন দেখা যাবে না ‘অ্যাভারেজ আসলামে’র দাদাকে।’’
অভিনেতা ও নাট্যকার রওনক হাসান বলেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করছি। ভালো থাকবেন বাচ্চু ভাই’।
আরেক অভিনেতা স্বাধীন খশরু বলেন, ‘অনেক শ্রদ্ধা বাচ্চু ভাই। শান্তি‌তে ঘুমান!’
নির্মাতা সাগর জাহান ও অভিনেতা মোশাররফ করিমের মাঝে নাজমুল হুদা বাচ্চু /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল