X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এই ছবিটি ছড়িয়ে যাক সর্বত্র: জয়া আহসান

বিনোদন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ১৫:৫২আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৩:২৬

জয়া আহসান/ ছবি: সাজ্জাদ নাটক অধ্যায় শেষে জয়া আহসান যাই করছেন- তার পুরোটাই পূর্ণদৈর্ঘ্য। দুই বাংলার এই চকচকে রূপালি মুখ এবার এলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে, তাও আবার জন্মদিনের ঠিক আগের রাতে!

৩০ জুন মুক্তি পেয়েছে জয়া অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য ‘ভালোবাসার শহর- দ্য সিটি অব লাভ’ সারাবিশ্বে একযোগে অন্তর্জালে (ইউটিউব ও ভিমো)।  
৩১ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য নিয়ে জয়ার উচ্ছ্বাস ছড়িয়ে আছে পূর্ণদৈর্ঘ্যে। বাংলা ট্রিবিউনের কাছে বলেন, ‘এটা আমার অনেক মায়ার ছবি। এর শুরু থেকে শেষ পর্যন্ত মানসিকভাবে যুক্ত ছিলাম। তাছাড়া এটা আমার প্রথম শর্টফিল্ম।’
ইন্দ্রনীল রায় চৌধুরীর এই ছোট্ট ছবিতে ঢাকার জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার হৃত্বিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় এবং শর্মী সরকার। যার শুটিং হয়েছে গেল বছর মার্চে কলকাতায়।
দুই বাংলায় বড়-সড় বাজেটে নামকরা নির্মাতা-অভিনেতার সঙ্গে জয়া আহসান পূর্ণদৈর্ঘ্য ছবি করছেন নিয়মিত। এরমধ্যে অভিনেত্রী বিভাগে নিজেকে প্রমাণের উর্ধ্বে নিয়েছেন ‘বৈচিত্রময়ী’ হিসেবে। সমালোচনা-সফলতাও চোখে লাগার মতো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কয়েক দফা। খবর মিলছে টালিউডে এখন তাকে নিয়ে কাড়াকাড়ি!
দু’দেশেই চলছে তার আধা ডজন ছবির কর্মকাণ্ড। এতসব কলরবের মাঝেও জয়া আহসানের আলাদা উচ্ছ্বাস ‘ভালোবাসার শহর’ নিয়ে! তাও সেটি গেল এক বছর ধরে।
ছবির একটি দৃশ্যে জয়া আগেও ইন্দ্রনীলের বানানো ‘একটি বাঙালি ভূতের গপ্পো’তে ছিলেন জয়া। একই পরিচালকের নতুন এই স্বল্পদৈর্ঘ্য প্রসঙ্গে জয়া বলেন, ‘দেখুন আমি আসলে আমার অনুভূতিটা ঠিক প্রকাশ করতে পারছি না। এখানে পরিচালক বিষয় নয়। আগেই বলেছি, এটা আমার মায়ার ছবি। যে ছবিটির গল্পে আমি এখনও হাবুডুবু খাচ্ছি। আমি বিশ্বাস করি, এটি দেখার পর দর্শক-সমালোচকদের মাঝে অদ্ভুত একটা প্রতিক্রিয়া খেলে যাবে। আমি নিজেও একটা ঘোরের মধ্যে কাজটি শুরু থেকে শেষ করেছি। অপেক্ষায় ছিলাম গেল একটা বছর। সেই অপেক্ষার শেষ হলো। আমি চাই এই ছবিটি ছড়িয়ে যাক সর্বত্র।’
তবে কি ‘ভালোবাসার শহর- দ্য সিটি অব লাভ’-এ নতুন কোনও জয়াকে পেয়েছেন দর্শকরা?
জয়ার জবাব ছিলো এমন, ‘দেখুন সবাই বৈচিত্র খোঁজেন। তবে আমি বরাবরই  একটা গল্প খুঁজি। গল্প ভালো হলে চরিত্রটা বিষয় না। এখানে (স্বল্পদৈর্ঘ্য) নতুন কোনও জয়াকে পাওয়ার বিষয় নয়। বিষয়টা হচ্ছে নতুন একটা গল্প পাবেন সবাই। যে গল্পটা এখনই চাইলে দেখে নিতে পারেন, যদি না দেখে থাকেন। এখানে মানবিক এবং অমানবিক দুটো জায়গা থেকেই ছবিটার গল্প এগিয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি, ছবিটি একটু দেখুন প্লিজ।’

প্রসঙ্গত, জয়া আহসানের আজ (১ জুলাই) জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা আর স্বল্পদৈর্ঘ্যের সুবাসে দিনভর দুই বাংলার অন্তর্জালে ভেসে বেড়াচ্ছেন তিনি।

এখানেই দেখে নিন জয়ার ‘ভালোবাসার শহর’:

/এস/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!