X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কিবোর্ডিস্ট সামিনা চৌধুরী!

বিনোদন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ০০:০৫আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৯:১৯

অনুষ্ঠানে কিবোর্ড বাজাচ্ছেন সামিনা চৌধুরী বাংলাদেশের কয়েকজন সংগীতশিক্ষিত কণ্ঠশিল্পীর মধ্যে সামিনা চৌধুরী অন্যতম- কথাটি দেশের আরেক কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের।

আর এটি বলার কারণ, সামিনা চৌধুরী একাধারে গানের কথা-সুর সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং বাজাতে পারেন বিভিন্ন ইন্সট্রুমেন্টও! যদিও কণ্ঠের বাইরে তাকে এসব প্রতিভা প্রকাশে খুব একটা দেখা যায়নি এ পর্যন্ত।  
এবার সেটি দেখা যাবে ‘কবিতা পড়ার প্রহর’ নামের একটি বিশেষ সংগীতানুষ্ঠানে। যেখানে তিনি গাওয়ার পাশাপাশি কিবোর্ডও বাজিয়েছেন! আর এমনটা ঘটছে এবারই প্রথম।  
২ জুলাই রাত ৯টায় বিশেষ এই অনুষ্ঠানটি প্রচার হবে এনটিভিতে। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এতে সামিনা কণ্ঠে তুলেছেন প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখন্দের সুরারোপিত বেশ কিছু গান।
এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মিউজিকের অনেকটাই লাকী ভাইর কাছ থেকে শেখা। কিবোর্ড বাজানোটাও তিনিই শিখিয়েছেন। এই অনুষ্ঠানে তার সুর করা গানগুলো গেয়েছি। এরমধ্যে কিছু গান আছে যেখানে কিবোর্ডটা প্রপারলি বাজাতে হয়। সেটি কেমন করে বাজাতে হয় আমাকে তিনি শিখিয়েছেন। তাই এই অনুষ্ঠানটিতে গাইতে গিয়ে মাঝে মাঝে কিবোর্ডটাও বাজিয়েছি। জানি না কতটা পেরেছি, তবে লাকী ভাই দেখতে পেলে সবচেয়ে খুশি হতেন।’  
লাকী আখন্দের সুর করা সামিনা চৌধুরীর গাওয়া এই অনুষ্ঠানের গানগুলো হলো- বন্ধন ছিঁড়ে ফেল না, কে ঐ যায় রে, কোন কথা বলো না, পলাতক আমি বহু জনপদ ঘুরে, কে বাঁশি বাজায় রে, তুমি কী দেখেছ পাহাড়ি ঝর্ণা, পলাতক সময়ের হাত ধরে প্রভৃতি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়