X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দৃষ্টান্তমূলক কোনও বিচার আমরা দেখছি না: শাকিব খান

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৬:৪৬আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৩:৩৯

শাকিব খান/ ছবি: সংগৃহীত ‘নবাব’ ছবির চলমান সাফল্য ও কিছু বিতর্ক- এগুলোই ছিল সংবাদ সম্মেলনের সূচি। তবে এগুলো ছাপিয়েও নানা প্রসঙ্গে চলে এলো। সাংবাদিকদের সামনে যখন স্বয়ং শাকিব খান থাকেন, তখন কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা গতি দেয়!

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাজধানী গুলশানের একটি হোটেলে মুখোমুখি হয়েছিলেন শাকিব। বেশ সাবলীল ও পরিণত বক্তব্য দিলেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। আটকাতে পারেননি সাম্প্রতিক কিছু অপ্রীতিকর বিষয় নিয়ে নিজের হতাশাও। বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে তার ওপর হামলা ও পরে থানায় অভিযোগপত্র নিয়ে মুখ খুলেছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ যদি প্রশাসনকে অপব্যবহার করে থাকে তাহলে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। ক্ষমতার অপব্যবহার করলেও আপনারা তা খতিয়ে দেখবেন। এমনিতে আমি হুমকি-ধামকি পেয়ে থাকি।’
শাকিব আরও বলেন, ‘শারীরিকভাবে হেনস্তা ও খারাপভাবে হয়রানি করার চেষ্টা থাকে। মাঝে মাঝে তো মৃত্যুর হুমকিও চলে আসে আমার কানে। অনেকের কানাঘুষায় এমনও শুনি যে, ‘নেক্সট টার্গেট হচ্ছো তুমি।’ কিন্তু এগুলো দেখার মতো দৃষ্টান্তমূলক কোনও বিচার আমরা দেখছি না। কোনও একটা বিষয়ে কোনও সুরাহা হয়েছে বলেও দেখছি না।’
যোগ করে ‘হিরো দ্য সুপারস্টার’ আরও বলেন, ‘আমাকে শারীরিকভাবে হেনস্তা তো করাই হয়েছে। এসব নিয়ে ভাবছি না। আমার বিশ্বাস, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার আমার পাশে থাকবেন। আমি চাই, আমার নিরাপত্তা দেবেন সরকার।’
এ সময় পরিচালক কাজী হায়াৎসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে শাকিব জানান, সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করা।
গতকাল শাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়িকা নিপুণ। শাকিবের শিক্ষাগত যোগ্যতা, কাজে অবহেলা ও জ্যেষ্ঠ শিল্পীদের অসম্মান করার মতো অভিযোগ তোলেন তিনি। এ ঘটনার ইঙ্গিত দিয়ে শাকিব মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বলেন, ‘কেউ যদি কোনও ভুল তথ্য নিয়ে কাউকে কটূক্তি করেন, মূলত সেই লোকটি ছোট হয়। আমি দুই-দুইবার শিল্পী সমিতির সভাপতি ছিলাম। আমি চাইবো না, আমাদের কোনও শিল্পী ছোট হন।’

যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ ও বস-টু’ নিয়ে নানান বিতর্ক এবং এগুলোর মুক্তিতে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরও জবাব দিয়েছেন শাকিব। তবে তা অন্যভাবে। বেশ কৌশলে নিজের ছবি ‘নবাব’-এর জন্য উত্তরটা দিয়েছেন এভাবে, ‘দেশের মানুষ আসছে, উচ্ছ্বাস নিয়ে ছবি দেখছেন, প্রশংসা করছেন; এটাই তো বড় জবাব। আমার তো তাদের জবাব দেওয়ার কিছু নেই।’
সবার উদ্দেশে শাকিব জানান, তিনি সমালোচকদের কথা ভাবছেন না। বরং নিজের কাজটাই করতে চান। তার ভাষ্য, ‘আমি কাজ করি দর্শক, সমাজ ও দেশের জন্য। আমি কাজ করি, আমার জন্য। তাই কে কী বললো, তা নিয়ে কিছু ভাবি না বা পরোয়া করি না। আগেও করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করবো না।’
শাকিব খান বর্তমানে যৌথ প্রযোজনায় ‘চালবাজ’ নামের একটি ছবির কাজ করছেন। এর কাজ বর্তমানে বন্ধ আছে। তাই তিনি দেশে ফিরেছেন। শিগগিরই আবার ছবিটির কাজে ভিনদেশে যাবেন বলেও জানালেন। ‘নবা ‘-এর মতো ‘চালবাজ’-এ তার বিপরীতে থাকছেন শুভশ্রী। পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দ্বীপ মুখার্জি।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!