X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গুরুতর অসুস্থ অভিনেতা রাতিন

বিনোদন রিপোর্ট
০৭ জুলাই ২০১৭, ১৭:২৩আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৭:৩২

আবদুর রাতিন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। তার ছোট ভাই সাংবাদিক অনজন রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে এই অভিনেতা হাসপাতালে। প্রথমে চিকুনগুনিয়া রোগে ভুগছিলেন। তবে বর্তমানে লিভার ও কিডনিজনিত জটিলতাও দেখা দিয়েছে। অধ্যাপক এ কে এম আমিনুল হকের তত্ত্বাবধানে রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন রাতিন।
অনজন রহমান বলেন, ‌‘মূলত চিকনুগুনিয়া থেকেই ভাইয়ার অবস্থা খারাপের দিকে যায়। কারণ, ৫০ এর বেশি বয়স হলে এই জ্বর মারাত্মক প্রভাব ফেলে শরীরে। ভাইয়ার বেলায় সেটাই হয়েছে। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এদিকে আবদুর রাতিনের অসুস্থতার খবর পেয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ সাংস্কৃতিক অঙ্গনের বেশিরভাগ সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে গেছেন। কামনা করেছেন সুস্থতা।
হাসপাতালে রাতিনের পাশে জায়েদ খান জায়েদ খান বলেন, ‘রাতিন ভাই গুণী একজন অভিনয়শিল্পী। তার রোগমুক্তি কামনা করছি। আর শিল্পী সমিতির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সহায়তা দিয়ে যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করছি আমরা। সবাই উনার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, ১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন শক্তিমান অভিনেতা রাতিন। তিনি খল অভিনেতা হিসেবেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
রাতিন অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘শুকতারা’, ‘জবাব চাই’, ‘স্নেহের প্রতিদান’, ‘চোরের বউ’, ‘মহান বন্ধু’, ‘লালু সর্দার’, ‘স্বার্থপর’, ‘হারানো সুর’ প্রভৃতি। তার অভিনীত মঞ্চ নাটকের সংখ্যাও প্রায় শতাধিক।
টিভি নাটকে তিনি ১৯৭২ সাল থেকে শুরু করে এখনও নিয়মিত অভিনয় করছিলেন। ২০০ এর বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মহুয়ার মন’, ‘অভিনেতা’, ‘বোবাকাহিনী’, ‘গৃহবাসী’, ‘রত্নদ্বীপ’ প্রভৃতি।

রাতিন অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘রূপালী প্রান্তর’। কায়সার আহমেদ পরিচালিত নাটকটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়।
‘রূপালী প্রান্তর’ ধারাবাহিকের শুটিংয়ে এটিএম শামসুজ্জামানের সঙ্গে রাতিন /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!