X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শপথ নিচ্ছেন ফেরদৌস, মৌসুমীর বিষয়েও সিদ্ধান্ত

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০১৭, ১৪:১৪আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৭:৫৪

ফেরদৌস অবেশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।

আজ (শনিবার) বিকাল ৪টায় এ শপথ অনুষ্ঠান হবে। তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিকে সম্প্রতি একই পদে নির্বাচিত হয়ে শপথ না নিয়েই ইস্তফা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে তার খালি পদে নতুন কেউ আসছেন, যা এরমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বিকালের অনুষ্ঠানে সেই বিষয়টিও আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।
অন্যদিকে নির্বাচনের পর যৌথ প্রযোজনার ছবির অনিয়ম নিয়ে আন্দোলন করে আসছে শিল্পী সমিতির নবনির্বাচিতরা। কিন্তু ফেরদৌস নিয়মিত যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি নতুন শিল্পী সমিতিতেও যোগদান করেননি এতদিন। সব মিলিয়ে অনেকে ধারণা করেছিলেন, ফেরদৌস বোধহয় মৌসুমীর মতোই কমিটিতে থাকছেন না।
মৌসুমী তবে শনিবার (৮ জুলাই) দুপুরে এ চিত্রনায়ক বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন, আজই তিনি শপথ নিচ্ছেন। বললেন, ‘একটা কনফিউশন তৈরি হয়েছে, আমি মৌসুমীর জায়গায় শপথ নিচ্ছি। আসলে বিষয়টি তা নয়। আমি তো নির্বাচিত সদস্য। আগের শপথ অনুষ্ঠানের সময় দেশে ছিলাম না। তাই অংশ নিতে পারিনি। আজ এটি অনুষ্ঠিত হচ্ছে।’
এদিকে মৌসুমীর জায়গায় কে আসছেন- তা নিয়ে একাধিক জনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মুখ খুলতে চাননি। তবে শোনা যাচ্ছে, একসঙ্গে দুই সদস্যর (মৌসুমীর শূন্য পদসহ) শপথ হবে। এটি পড়াবেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমরা আগাম কিছু বলবো না। বিষয়টি চমক হিসেবেই রেখে দিলাম। বিকালের অনুষ্ঠানে সব জানতে পাবেন।’
উল্লেখ্য, গত ৫ মে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতি ২০১৭-২০১৮
সভাপতি: মিশা সওদাগর
সাধারণ সম্পাদক: জায়েদ খান
সহসভাপতি নির্বাচিত হয়েছেন: রিয়াজ ও নাদের খান
সহসাধারণ সম্পাদক: আরমান
সাংগঠনিক সম্পাদক: সুব্রত
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন
দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন
কোষাধ্যক্ষ: কমল
মৌসুমী ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য:
পপি, পূর্ণিমা, ফেরদৌস, অঞ্জনা, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য