X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘বয়স্ক মৌসুমী’ বক্তব্যে ক্ষুব্ধ সানী

বিনোদন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ১৬:৪৯আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২৩:২৩




মিশা, মৌসুমী ও সানী শনিবার বিএফডিসেতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর চিত্রনায়িকা মৌসুমীর পদত্যাগ প্রসঙ্গে কথা বলেন। সেসময় তাকে ‘বয়স্ক অভিনেত্রী’ হিসেবে অভিহিত করেন। আর এতে বেশ চটেছেন একসময়ের জনপ্রিয় নায়ক ও মৌসুমীর স্বামী ওমর সানী।
বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন তিনি। রবিবার দুপুরে ফেসবুক লাইভে এসে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান সানী।
তিনি বলেন, ‘শিল্পীদের কোনও বয়স নেই। আমি মনে করি, পৃথিবীর সবচেয়ে হ্যান্ডস্যাম মানুষ অমিতাভ বচ্চন!’
মৌসুমীর বিষয়ে তিনি বলেন, ‘মৌসুমী তার পদ ছেড়ে দিয়েছে। বলেছে, সে আন্দোলন পক্ষে নয়। তার বক্তব্য, কার বিরুদ্ধে আমরা আন্দোলন করব? নিজের বিরুদ্ধেই!’
এর পরপরই মিশা তাকে ‘বয়স্ক’ অভিনেত্রী হিসেবে আখ্যায়িত করল।’
এদিকে তিনি মিশার অতীত স্মরণ করিয়ে দেন সানী। বলেন, ‘‘একসময় মিশাকে আমি ও মৌসুমী কাজ পাইয়ে দিয়েছি। উজ্জ্বল ভাইকে বলেছি। তিনি বলেছেন, মিশা কে? ভাইকে বলেছি, মিশা নামে একটা ছেলে আছে তাকে ভিলেন হিসেবে নেন। মিশা, তুমি ১০ হাজার টাকারও শিল্পী ছিলা না। আর সেদিন আমি ও মৌসুমী কী ছিলাম বলো? তুমি বলেছো, তোমাকে ছাড়া চলচ্চিত্র অচল। গত দুই-আড়াই বছরের মধ্যে ‘লাভ ম্যারেজ’ ছাড়া আর তোমার কোন ছবি হিট আছে? শাকিব ছাড়া তুমি তো জিরো! তুমি আমাকে বেকার বলেছ, গত তিন বছরে কতগুলো ছবি রিলিজ হয়েছে? দর্শকরা আপনারও জানেন। তুমি বলেছ, আমি সার্কাস করি। তুমিও তো করো।’’
লাইভের শেষদিকে তিনি মৌসুমীর প্রসঙ্গে আবারও কথা বলেন, ‘মৌসুমী যদি বয়স্ক অভিনেত্রী হন, সেখানে রোজিনা, চম্পা, অঞ্জনা, শাবানা আপাদের অবস্থান কোথায়? ববিতা আপার কথা বাদই দিলাম। এ তোমার (মিশা) শিল্পী সমিতির অবস্থান? তুমি শিল্পীদের নেতা? এ তোমার মানসিকতা? আচ্ছা দর্শক, আমার যদি প্রেসার হয় আমাকে প্রেসারের ওষুধ খেতে হবে না। তাই না? কারও যদি মানসিক সমস্যা হয়, তাকেও চিকিৎসা করাতে হবে। এখন আমি ফিল করি এমন চিকিৎসার।’




উল্লেখ্য, শনিবার (৮ জুলাই) বিকালে বিএফডিসিতে নায়ক ফেরদৌসের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ‘মৌসুমী একজন বয়স্ক অভিনেত্রী’, কথাটি বলেন দেশের প্রধান জনপ্রিয় খল অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি মিশা সওদাগর। উপস্থিত সাংবাদিকের সঙ্গে আলাপকালে কথায় কথায় এমনটাই বলেন মিশা। তবে মৌসুমী সম্পর্কে বলতে গিয়ে ‘বয়স্ক’ শব্দটি ব্যবহারের কারণ জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে বেশ ডিপ্লোমেটিক উত্তর দেন এই বর্ষীয়ান অভিনেতা।
তিনি বলেন, ‘‘তার প্রতি ‘সম্মান’ জানানোর জন্যই ‘বয়স্ক’ কথাটি বলেছি। তিনি অনেক কাজ করেছেন। অনেক অভিজ্ঞতা হয়েছে। অন্যকিছু নয়। মানে তিনি অনেক ‘সিনিয়র’ অভিনেত্রী। সেই ১৯৯২ সালে ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে শুরু করেছেন। অনেকদিন ধরেই ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন। ফলে উনি সব বিষয়েই জানেন, বোঝেন।’’

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা