X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যৌথ প্রযোজনা স্থগিত: কার কী মত

ওয়ালিউল মুক্তা
০৯ জুলাই ২০১৭, ২৩:৫৫আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৪:৩৫

(বাঁ থেকে) মিশা সওদাগর, মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত দেশে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রবিবার (৯ জুলাই) বিকালে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্রের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের স্বার্থে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পাওয়া গেছে যৌথ প্রযোজনা নিয়ে আন্দোলনের পক্ষ-বিপক্ষে থাকা দুই শিবিরেই।
এরমধ্যে অন্যতম আন্দোলনকারী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা ঔদ্ধত্ব্যপূর্ণ কথা বলতে চাই না। যৌথ প্রযোজনায় আমরা চেয়েছি দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে। আশা করি নতুন কমিটির মাধ্যমে পূর্ণ নীতিমালায় তা উঠে আসবে। নতুন কমিটির আহ্বায়ক হারুনুর রশীদের ওপর আমাদের আস্থা আছে। তিনি একসময়ে বিএফডিসির মহাপরিচালক ছিলেন। ভালো একজন শিল্পীও। আর ইতোমধ্যে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি বিলুপ্ত। নতুন কমিটি ভালো কিছু করবেন আশা করি।’
প্রায় একই ধরনের অনুভূতি জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি একবাক্যে বলেন, ‘এটা আমাদের আন্দোলন ও সব চলচ্চিত্রপ্রেমীর আন্দোলনের ফসল। আমরা সাধুবাদ জানাই।’
এদিকে দুপুরেই যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ স্থগিতের অনুরোধ জানিয়ে ফেসবুক লাইভে কথা বলছিলেন ওমর সানী। তার পরপরই পাওয়া এমন খবরকে সুসংবাদ বলে আখ্যায়িত করছেন সানী। বাংলা টিবিউনকে তিনি বলেন, ‘দুপুরেই আমি ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। খুবই ভালো লাগছে এমন সংবাদ শুনে। আমি চাই, চলচ্চিত্রের ভালো হোক। নব্বই দশকে আমি চলচ্চিত্র যেমন দেখেছি, মৃত্যুর সময়ও তেমন সুসময় দেখতে চাই। নতুন এ সিদ্ধান্তকে আমার পক্ষ থেকে সাধুবাদ।’
এদিকে এ আন্দোলনকে কেন্দ্র করেই চলচ্চিত্র সমিতির সদ্য নির্বাচিত কমিটি থেকে পদত্যাগ করেন চিত্রনায়িকা মৌসুমী। তার মন্তব্যটি এমন, ‘কোনও বিদ্বেষ হানাহানি নয়। ভালো কিছু হোক। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন মানুষের বিভ্রান্তমূলক কথা থেকে দূরে থাকি।’
সরকারের এমন সিদ্ধান্তে কোন পক্ষ নিয়েছে দেশে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি যৌথ প্রযোজনার ছবি নির্মাণকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তা জানতে গিয়ে জাজের চেয়ারম্যান আবদুল আজিজকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে এর উত্তর দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ‘সরকারের এমন সিদ্ধান্তকে শুভকামনা জানাই। আমাদের কিছু ছবির কাজ চলছে। সেগুলো শেষ হবে। তবে নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত নতুন কোনও ছবির কাজ শুরু হবে না।’
রবিবার বিকালে তথ্য সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূলত নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সভায় চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের পক্ষে অভিনেতা ফারুক, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রস্তাব তুলে ধরেন।
এর পরপরই বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এসএম হারুন-অর-রশীদকে আহ্বায়ক করে নতুন কমিটি করার সিদ্ধান্ত হয়। কমিটি এক মাসের মধ্যে যৌথ প্রযোজনার নতুন নীতিমালা প্রণয়ন করবে।

/এম/টিএন/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়