X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বিসর্জন’ দিয়ে সমালোচক পুরস্কার পেলেন জয়া

বিনোদন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৪:১৮আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৫:৫৫
ইন্দ্রনীল রায় চৌধুরীর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ভালোবাসার শহর’ নিয়ে দারুণ সাড়া পাচ্ছেন, এর মধ্যে আরেকটি স্বীকৃতি এলো জয়া আহসানের হাতে। ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডে (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি। ভারতের নন্দিত চলচ্চিত্রকার কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ ছবির জন্য এই সম্মান দেওয়া হলো তাকে। 
 
‘বিসর্জন’ দিয়ে সমালোচক পুরস্কার পেলেন জয়া গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়ার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। ভারতের বাংলা ছবিগুলোর মধ্য থেকে সেরা কাজগুলোকে পুরস্কৃত করতে গত ৭ জুলাই শুরু হয় এই আয়োজন।
এটি ছিল আইবিএফএ’র দ্বিতীয় আসর। এবারের সমাপনী ছবি ছিল ‘বিসর্জন’। বাংলাদেশ-ভারতের সীমান্ত পরিস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছে এতে। সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি সমান্তরাল প্রেমের গল্প রয়েছে এ ছবিতে। পরিস্থিতি মানুষের সম্পর্কের ভেতর কীভাবে প্রভাব ফেলে, সেটা ফুটে উঠেছে এখানে। ধর্মসহ সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসা, এটাই ছবিটির বিষয়বস্তু।
এতে জয়ার চরিত্রের নাম পদ্মা। ইছামতীর পাড়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে থাকা এক হিন্দু বিধবা তিনি। তার জীবনের লড়াই নিয়েই গল্প। ঘটনাক্রমে তার পরিচয় হয় নাসির আলীর (আবির চ্যাটার্জি) সঙ্গে। তারপর তাদের মধ্যে গড়ে ওঠে সুন্দর সম্পর্ক।
অপেরা মুভিজ প্রযোজিত ছবিটি মুক্তি পায় গত পহেলা বৈশাখে। দর্শক-সমালোচকদের প্রশংসা ছাড়া পুরস্কারও পেয়েছে এটি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আঞ্চলিক ভাষায় নির্মিত সেরা ছবি হয়েছে ‘বিসর্জন’।
এদিকে ইউটিউব ও ভেভোতে মুক্তি পাওয়া কলকাতার ছবি ‘ভালোবাসার শহর’ নিয়ে দারুণ সাড়া পাচ্ছেন বলে বাংলা ট্রিবিউনকে জানালেন জয়া। ৩০ মিনিট ব্যাপ্তির এ ছবিতে তিনি অভিনয় করেছেন অন্নপূর্ণা দাস চরিত্রে। প্রবাসীদের না বলা কষ্ট আর অনিশ্চয়তার কথা উঠে এসেছে ছবিটিতে।
এদিকে বাংলাদেশে জয়ার হাতে আছে বেশ কয়েকটি ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য আকরাম খানের ‘খাঁচা’, নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘পেয়ারার সুবাস’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ এবং অনম বিশ্বাসের ‘দেবী’।

দেখুন ‘ভালোবাসার শহর’:
/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম