X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

এবার মিশা-রিয়াজ-খসরুকে বয়কট!

বিনোদন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৫:৪১আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:০৬

মিশা, রিয়াজ ও খসরু গেল ক’মাস ধরে চলচ্চিত্র অঙ্গনে চলছে ‌‘বয়কট’ কার্যক্রম! কিছুদিন আগে শাকিব খানকে বয়কট করেছে ‘চলচ্চিত্র পরিবার’ নামের ১৮ সংগঠনের ঐক্যজোট।

এবার চলচ্চিত্রের অন্যতম দুই অভিনেতা মিশা সওদাগর-রিয়াজ এবং প্রযোজক খোরশেদ আলম খসরুর সিনেমা বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বয়কটের সিদ্ধান্ত জানান সমিতির নেতারা।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘গত ৬ জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ, মিশা অভিনীত কোনও ছবি সিনেমাহলে চালানো হবে না। তাদের ছবি বয়কট করা হবে। এছাড়া খসরু প্রযোজিত কোনও ছবিও হল মালিকরা চালাবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি তা বাস্তবে কার্যকর করার জন্য ২৬ জুলাই সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে। এবং তা কার্যকর করতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।’
এদিকে উক্ত সংবাদ সম্মেলনে সমিতির অন্যতম সদস্য সন্দীপ কুমার রায় বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে বলেন, ‘জাজের একচেটিয়া ব্যবসার কারণে অনেক হল মালিকই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি। খুব শিগগিরই বেশকিছু উদ্যোগ গ্রহণ করবো। আস্তে আস্তে জাজের মনোপলি ভাঙতে হবে।’
সেদিনের ঘটনায় এভাবেই লাঞ্ছিত হন ইফতেখারউদ্দিন নওশাদ তিনি আরও বলেন, ‘আমরা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্যই একতাবদ্ধ হয়েছি। যারা আন্দোলন করছে ও আমাদের সভাপতির ওপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করি।’
প্রসঙ্গত, কিছু দিন আগে সেন্সর বোর্ডের সামনে ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা করে চলচ্চিত্র পরিবারের সদস্যরা। অভিযোগ রয়েছে সেসময় সবার আগে মিশা সওদাগর, রিয়াজ ও প্রযোজক খসরু নওশাদের গায়ে হাত তোলেন। এই হামলার বিরুদ্ধে মামলা করতে গেলেও রমনা থানায় মামলাটি গ্রহণ করেনি বলে জানা গেছে।
/এসএস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...