X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আবারও শিম্পাঞ্জি আর মানুষের লড়াই!

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ১৫:৫৮আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৭:১২

ছবিটির একট দৃশ্য আবারও শুরু হতে যাচ্ছে শিম্পাঞ্জি আর মানুষের লড়াই! কে জিতবে এ লড়াইয়ে? পৃথিবী কি শিম্পাঞ্জিদের হবে নাকি মানুষের? আর এ লড়াইটা হবে রূপালি পর্দায়।
দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। ১৪ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্দায় দেখা যাবে ভয়ঙ্কর এ লড়াই এবং তার পরিনতি। বলা হচ্ছে, হলিউডের নতুন সিনেমা ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস’-এর কথা। ম্যাট রিভসের পরিচালনায় বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক এ ছবি মুক্তি পেতে যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ ও ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন অব দ্য প্লানেট অব দ্য এপস’-এর সিক্যুয়েল এটি।
আগের ছবিগুলোর ধারাবাহিকতায় নির্মিত হয়েছে এ ছবি। অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের বিরুদ্ধে সিজার ও তার বাহিনীর লড়াই নিয়েই এগিয়েছে ছবিটি। একদিকে প্রতিরোধ, অন্যদিকে আক্রমণের মধ্যে তৈরি হতে থাকে মানবিকতার গল্প। সিজারের রাগী চোখ, এপ বাহিনীর আক্রমন এবং তাদের জয়ের সেই সব দৃশ্য ভুলে যাওয়ার কথা নয় আগের ছবির দর্শকদের। বক্সঅফিসে দারুণ সাড়া জাগানো এ ছবি দেখে নড়ে-চড়ে বসেছিলেন বোদ্ধা-সমালোচকরাও। চিত্রনাট্য, নির্মাণ, অভিনয় কোনও বিভাগেই ছবিটিকে হারাতে পারেননি সমালোচকরা। বরং প্রশংসার ফুলঝুরি ছড়িয়েছেন।

বরাবরের মতো এ ছবিতেও সিজার চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ডি সারকিস। ছবিটি পরিচালনা করেছেন ম্যাট রিভস।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন