X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আবার স্থগিত মাহি-বনির ছবি!

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ১৮:৩৫আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৩:২০

মাহি ও বনি দেশীয় ছবিতে অতিরিক্ত বিদেশি শিল্পী ব্যবহারের অভিযোগ আসাতে বন্ধ করে দেওয়া হয়েছিল মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্তর অভিনীত ছবি ‘মনে রেখো’র কাজ। ঘটনাটি ঘটেছিল গত মার্চ মাসে। তখন স্থগিত করা হয় ছবিটির দৃশ্যায়ন।
এবার আবারও স্থগিত হলো এর দৃশ্যধারণ। চলতি সপ্তাহে ছবিটির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমনের কাছ থেকে।

তিনি বলেন, ‘ভিসাসংক্রান্ত কারণে শুটিংটি বাদ দিতে হয়েছে। কলকাতার শিল্পীরা ভিসা পাননি। তাই আপাতত শুটিং হচ্ছে না। তবে আশা করি চলতি মাসেই এটি করা সম্ভব।’
এর আগে দেশীয় চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত ভিনদেশি শিল্পী ও কলাকুশলী ব্যবহার করা হচ্ছে- এই অভিযোগ করে বাংলাদেশ চলচ্চিত্রের ফাইট, ড্যান্সসহ আরও কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশেষ করে বিএফডিসিতে পরিচালক সমিতিকে লিখিতভাবে অভিযোগ করা হয় তখন।
এসব জটিলতা সমাধান করে ছবিটির কাজ শুরু হওয়া কথা ছিল। তবে ভিসা সমস্যায় ছবিটির কাজ আপাতত পিছিয়ে যাচ্ছে।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল