X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আগে দেখুন পরে সমালোচনা করুন’

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ২১:০২আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২১:১১

সংবাদ সম্মেলনে অতিথিরা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ আগস্ট। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ভাবনা ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটির মুক্তি উপলক্ষে ১৩ জুলাই বৃহস্পতিবার বিকালে চ্যানেল আরটিভির সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক সংবাদ সম্মেলন। ছবির পোস্টার
এতে শুভকামনা জানাতে এসেছিলেন হাসান ইমাম, কণ্ঠশিল্পী মমতাজ, সুরকার প্রিন্স মাহমুদ, গীতিকার আসিফ ইকবাল, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, গিয়াস উদ্দিন সেলিম, দীপংকর দীপনসহ এ সময়ের বেশ কজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা।
আরও ছিলেন এ সিনেমার অভিনেতা- খায়রুল আলম সবুজ, অভিনেত্রী ভাবনাসহ অন্যান্য কলাকুশলী। ছবিটির সহযোগী হিসেবে আছে আরটিভি।
শুরুতেই নির্মাতা অনিমেষ বললেন, ‘আমার দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। সবাইকে দেশের সিনেমার স্বার্থে পাশে থাকার অনুরোধ জানাই। আগে হলে গিয়ে সিনেমাটি দেখুন, তারপর আলোচনা-সমালোচনা করুন। আমি ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের সমালোচনার জন্যই প্রস্তুত। বাস্তব ও পরাবাস্তবের মিশ্রণে আমি নির্মাণ করেছি চলচ্চিত্রটি। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।’




মমতাজ বলেন, ‘আমি সিনেমাটির জন্য একটি গান গেয়েছি। গানটি অনেক সুন্দর হয়েছে। যতদূর জানি আমাদের নিজস্ব ধারার গল্প নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। যা সবার ভালো লাগবে।’
নায়িকা ভাবনার কথা, ‘অনিমেষের নাটকে অভিনয় করার সময় তার পরিচালনায় সিনেমাতে অভিনয় করার ইচ্ছে হতো। স্বপ্ন পূর্ণ হলো। আমার প্রথম সিনেমাতে এতো গুণী মানুষকে একসঙ্গে পেয়েছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের।'
‘ভয়ংকর সুন্দর’ সেন্সর ছাড়পত্র পায় ১৬ মার্চ। এর আগে ১২ ফেব্রুয়ারি বোর্ডে জমা পড়েছিল সিনেমাটি।
২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’কে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ইতোমধ্যে ইউটিউবে ছবিটির টিজার ও গান মুক্তি পেয়েছে। এর মূল ভাবনা নেওয়া হয়েছে মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ গল্প থেকে। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র প্রমুখ।
ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। এর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। চিত্রগ্রহণে খায়ের খন্দকার, নৃত্য পরিচালনায় সোহাগ ও কস্টিউম ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন চিন্ময়ী গুপ্তা।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)