X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নায়িকা সম্মেলন!

বিনোদন ডেস্ক
১৭ জুলাই ২০১৭, ১২:২৪আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৪:২৭

এক কাতারে তারা হলিউডের বনেদি প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিভিন্ন ত্রিমাত্রিক ছবিতে কার্টুন প্রিন্সেসদের চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন, তারা সমবেত হলেন এক ছাদের নিচে। যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভক্তদের জন্য আয়োজিত ডি২৩ এক্সপোতে গত ১৪ জুলাই একত্র হন তারা।

প্রিন্সেসের ভূমিকায় অভিনয় করা তারকারা হলেন পেইজ ও’হারা (বেল, বিউটি অ্যান্ড দ্য বিস্ট), আইরিন বেডার্ড (পোকাহোনটাস), ম্যান্ডি মুর (রাপুনজেল, ট্যাঙ্গেল্ড), আউলি ক্রেভালহো (মোয়ানা), সারাহ সিলভারম্যান (ভ্যানেলোপি, রেক-ইট রালফ), ক্রিস্টেন বেল (আনা, ফ্রোজেন), কেলি ম্যাকডোনাল্ড (মেরিডা, ব্রেভ), আনিকা নোনি রোজ (টিয়ানা, দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ), লিন্ডা লারকিন (জেসমিন, আলাদিন) এবং জোডি বেনসন (অ্যারিয়েল, দ্য লিটল মারমেইড)।

১০ প্রিন্সেসের এককাতারে দাঁড়ানোর কারণ আছে। ‘রেক-ইট রালফ টু’ ছবির একটি দৃশ্যে একসঙ্গে দেখা যাবে ডিজনির সব রাজকুমারীকে। এ সময় রাজকীয় পোশাক নয়, বরং তারা পরবে টি-শার্ট। এর মাধ্যমে প্রিন্সেসদের উপস্থাপনায় পরিবর্তন হবে বলে জানিয়েছেন ডিজনির প্রধান ক্রিয়েটিভ অফিসার। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ‘রেক-ইট রালফ টু’ হলো ২০১২ সালে মুক্তি পাওয়া ‘রেক-ইট রালফ’-এর সিক্যুয়েল।

যদিও স্নো হোয়াইট ও সিন্ডেরেলা অনুপস্থিত ছিল এ আয়োজনে। তবুও ডিজনির দাবি, এর আগে কোথাও ‘রানি’রা এককাতারে দাঁড়ায়নি। এটাই সবচেয়ে বড় পুনর্মিলনী হিসেবে দেখছেন ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওসের প্রধান ক্রিয়েটিভ অফিসার জন ল্যাস্টার।

‘দ্য লিটল মারমেইড’ (১৯৮৯) থেকে শুরু করে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মোয়ানা’ পর্যন্ত তিন দশক ধরে বেল, রাপুনজেল, ভ্যানেলোপ, আনা, মেরিডা, টিয়ানা, জেসমিন, অ্যারিয়েল, এলসাসহ বিভিন্ন প্রিন্সেসকে পর্দায় হাজির করেছে ডিজনি।

/জেএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’