Vision  ad on bangla Tribune

রোমান্টিক ও ভৌতিক দীপালি!

বিনোদন রিপোর্ট১৪:৪২, জুলাই ১৭, ২০১৭

দীপালি। ছবি- সাজ্জাদবেশ কয়েকটি ঢাকাই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা দীপালি। নিয়মিত কাজ করেছেন রোমান্টিক ছবিতে। তবে এবার তাকে দেখা যাবে ভৌতিক গল্পে ।
সত্যরঞ্জন রোমান্স পরিচালিত এ ছবির নাম ‘আবার বৃষ্টি এলো’। ছবিতে দীপালির বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভি। এদিকে একই সময়ে নতুন আরও একটি ছবিতে কাজ শুরু করেছেন দীপালি। রোমান্টিক ধরনের এ ছবির নাম ‘আমার কোনও টেনশন নাই’। এতে তা বিপরীতে আছেন নবাগত সাজিদ খান। এটি পরিচালনা করেছেন বশির আহমেদ। গত সপ্তাহ থেকে গাজীপুরে এর দৃশ্যধারণ চলছে।
দীপালি বললেন, ‌‘‘দুটি ছবির শিল্পীরা প্রায় সবাই নতুন মুখ। ‘আবার বৃষ্টি এলো’ ছবির গল্প শুনে মুগ্ধ হয়েছি। এর মাধ্যমে  প্রথমবারের মতো ভৌতিক ছবির অভিজ্ঞতা হতে যাচ্ছে। আগামী ৫ আগস্ট রাজশাহীতে এর কাজ শুরু হবে।’’
এদিকে, ‘আমার কোনও টেনশন নাই’ ছবিটি সম্পর্কে দীপালি বললেন, ‘ছবিতে আমি গ্রামের মেয়ে। তবে সৌভাগ্যক্রমে সে বিদেশে পড়তে যায়। তার বোন অপরাধ জগতের সঙ্গে যুক্ত। কিন্তু সে পুরো উল্টো। চরিত্রের নাম কুসুম। নতুন এ দুটি ছবির কাজই পাশাপাশি সময়ে চলবে।’দীপালি ও সাজিদ
/এমআই/এম/

লাইভ

টপ