X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লোপার ‘আত্মাসঙ্গী’ ও ‘কণ্ঠসঙ্গী’

বিনোদন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৬:১৯আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:১৯

লোপার সঙ্গে তার কণ্ঠসঙ্গী আসিফ ও আত্মাসঙ্গী মুনির লোপা হোসেইন। মূলত গানের মানুষ। তবে মাঝে নতুন গান তৈরির জন্য খানিক বিরতিতে ছিলেন। অন্যদিকে সংবাদ পাঠক এবং উপস্থাপক হিসেবেও তার পরিচিতি বেশ।

নতুন খবর হলো বিরতি শেষে নতুন অ্যালবামের চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। নামটাও ভিন্ন- ‘আত্মাসঙ্গী’। আর এতে শিরোনাম গানটিতে লোপার ‘কণ্ঠসঙ্গী’ হিসেবে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। অন্যদিকে অ্যালবামের সবগুলো গানের কথা ও সুর করেছেন লোপার সংসার সারথি সীরাজুম মুনির।
লোপা বলেন, ‘‘আমার ‘আত্মাসঙ্গী’ সীরাজুম মুনির। তিনি অ্যালবামের সব গান লিখেছেন ও সুর করেছেন। আর অনেকদিন ধরেই আসিফ ভাইয়ার সঙ্গে গাইবার ইচ্ছা মনে পোষণ করছিলাম। অতঃপর সেই ইচ্ছা পূরণ হলো আমার। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে তার ‘কণ্ঠসঙ্গী’ হতে পেরে।’
লোপা জানান, ‘আত্মাসঙ্গী’ গানটির একটি এক্সক্লুসিভ মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা চলছে এখন। আর অ্যালবামটি প্রকাশ পাচ্ছে ৫ আগস্ট লেজার ভিশনের ব্যানারে।
লোপা বলেন, ‘৫ আগস্ট আমাদের (লোপা-মুনির) বিয়েবার্ষিকী। তাই এদিনই আমরা অ্যালবামটি উপহার দিতে চাই সবাইকে।’
এদিকে নতুন গান তৈরির বাইরে লোপা হোসেইন বর্তমানে তার নিজস্ব প্রতিষ্ঠান ‘স্পটলাইট অ্যাকাডেমি’ নিয়ে ব্যস্ত আছেন। যেখানে সংবাদ উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন বিষয়ে কোর্স করানো হয়।
প্রসঙ্গত, ২০০৭ সালে লোপার প্রথম অ্যালবাম ‘আড়ি’ এবং ২০১৩ সালে ‘আশার ভেলা’ মুক্তি পায়।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!