X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

ঢাকার দর্শকের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি ‘ডানকার্ক’

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০১৭, ১৬:২২আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৭:০০



ছবিটির একটি দৃশ্য আজ (২১ জুলাই) আন্তর্জাতিকভাবে মুক্তি পেলো ক্রিস্টোফার নোলান পরিচালিত হলিউড ছবি ‘ডানকার্ক’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ছবিটি। এদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহ।

‘ডানকার্ক’ ছবির একটি দৃশ্যে হ্যারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের সমুদ্র তীরবর্তী ডানকার্কে প্রায় চার লাখ মিত্রসেনাকে ঘিরে ফেলে জার্মান বাহিনী। আটকা পড়া এই সেনাদের উদ্ধার অভিযানের নাম ‘অপারেশন ডায়নামো’। ঘাত-প্রতিঘাত আর শ্বাসরূদ্ধকর সেই অপারেশন নিয়েই নির্মিত হয়েছে ‘ডানকার্ক’-এর গল্প।
ছবিতে অভিনয় করেছেন ফিওন হোয়াইটহেড, মার্ক রায়লান্স, হ্যারি স্টাইলস, সিলিয়ান মারফি, টম হার্ডির মতো তারকারা।
ছবির চিত্রনাট্য নোলান নিজেই লিখেছেন। ‘ডার্ক নাইট ট্রিলজি’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘দ্য প্রেস্টিজ’, ‘মেমেন্টো’র মতো সাড়া জাগানো সব চলচ্চিত্র উপহার দিয়ে এরইমধ্যে নিজের জাত চিনিয়েছেন নোলান।
২০১৫ সালে স্পিলবার্গের ‘ব্রিজ অব স্পাইজ’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার পাওয়া অভিনেতা মার্ক রায়লান্সকে দেখা যাবে এ ছবিতে।
রায়লান্স বলেন, ‌‘নোলান হচ্ছে সবচেয়ে সিরিয়াস ও ইন্টারেস্টিং ফিল্মমেকার। সব মহান চলচ্চিত্র নির্মাতাই একটা সময়ে যুদ্ধের ছবি তৈরি করে। কিন্তু নোলানের চিত্রনাট্য একেবারেই আলাদা। আমি মনে করি অসাধারণ একটা ঘটনা নিয়ে খুবই সরল, শক্তিশালী ও খাঁটি যুদ্ধের ছবি তৈরির ক্ষমতা তার আছে।’

আর ছবিটিতে অভিনয়ের জন্য সর্বত্র প্রশংসায় ভাসছেন অভিনেতা হ্যারি স্টাইলস।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়
কাজী নজরুলের বায়োপিক, কে থাকছেন কবির ভূমিকায়