X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীনে জাস্টিন বিবার নিষিদ্ধ

বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১৯:৫৩আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৯:৫৯

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারকে নিষিদ্ধ করেছে চীন। ফলে দেশটিতে সংগীত পরিবেশনের জন্য যেতে পারবেন না তিনি। খারাপ আচরণের কারণে ২৩ বছর বয়সী এই তারকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানায় বেইজিং'স মিউনিসিপ্যাল ব্যুরো অব কালচার।

জাস্টিন বিবার সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, যেসব বিনোদনদাতার আচরণ ভালো নয় তাদের পারফর্ম করতে অনুমতি দেওয়া উচিত হবে না। এতে আরও বলা হয়েছে, ‘জাস্টিন বিবার সহজাত শিল্পী। কিন্তু একইসঙ্গে তিনি বিতর্কিত তরুণ বিদেশি গায়ক। আমরা যতদূর জানি, সামাজিক জীবনে ও চীনে চার বছর আগে সংগীত পরিবেশনের সময় ধারাবাহিক খারাপ আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব আচরণ জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিণত হওয়ার মধ্য দিয়ে জাস্টিন বিবারের কথাবার্তা ও চলাফেরায় উন্নতি ঘটবে বলে আমরা আশা করি। তখনই তিনি সাধারণ মানুষের প্রিয় গায়ক হয়ে উঠবেন।’

বেইজিং সংস্কৃতি ব্যুরোর ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্ত জানানোর পর প্রশ্ন উপস্থাপন করেছেন এক ভক্ত। তার ভাষ্য, ‘জাস্টিন বিবার অনেক পুরস্কার জিতেছেন। তার অবশ্যই প্রতিভা আছে। চীনা ভক্তরা কেনো তার প্রশংসা করার অধিকার পাবে না?’

গত জানুয়ারিতে চীনা গণমাধ্যমে প্রকাশিত হয়, এ বছর দেশটিতে গাইতে যাবেন বিবার। তবে নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি।

‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে সেপ্টেম্বর ও অক্টোবরে আবার এশিয়ায় আসার কথা বিবারের। ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও হংকংয়ে সংগীত পরিবেশন করবেন তিনি।

জাস্টিন বিবার সবশেষ ২০১৩ সালে চীনে অনুষ্ঠিত কনসার্টে গান গেয়েছেন বিবার। তখন নিজের দেহরক্ষীরা তাকে কোলে নিয়ে গ্রেট ওয়ালে গেলে সমালোচনার মুখে পড়েন তিনি। এর পরের বছর জাপানের বিতর্কিত ইয়াসুকুনি যুদ্ধ মঠে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। সমালোচনা হওয়ায় পরে এটি মুছে ফেলেন তিনি। তবে ততক্ষণে ইনস্টাগ্রামে ৬ লাখ ৬০ হাজার লাইক পড়ে গেছে।

বিবারের আগে চীনে নিষিদ্ধ ঘোষিত হন বিখ্যাত গায়িকা লেডি গাগা, বোর্ক ও বন জোভি। তিব্বতিদের ধর্মগুরু দালাইলামাকে সমর্থন জানানোই কাল হয়েছে তাদের।

সূত্র: গার্ডিয়ান, বিবিসি, রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ

/জেএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)