X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সঞ্জয়ের বায়োপিক কোনও প্রপাগান্ডা নয়: রণবীর

বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ১০:৩৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৩:২৭

 

সঞ্জয় রূপে রণবীর বলিউড তারকা সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হবে। নিজের জীবনের গল্পের খুঁটিনাটি পরিচালক রাজকুমার হিরানিকে জানাতে গিয়ে মোটেও কার্পণ্য করেননি তিনি। বরং এক্ষেত্রে ছিলেন যথেষ্ট উদার।

ছবিটিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করা রণবীর কাপুর এসব তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, ‘নিজের জীবনের ব্যাপারে বলতে গিয়ে ভণ্ডামি করেননি তিনি। সুতরাং এটি এমন কোনও প্রচারণামূলক ছবি নয় যেখানে দেবতা বা এ জাতীয় কিছু হিসেবে তুলে ধরা হবে তাকে।’

৩৪ বছর বয়সী এই তারকা ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে আরও বলেছেন, ‘আমরা সঞ্জয় দত্তের মানবিক দিকটি তুলে ধরার চেষ্টা করছি। তার জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দুই দিন আগে মায়ের মৃত্যুর শোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; এসব থাকবে ছবিটিতে। সবই তার জীবনের জটিলতা।’

শুটিংয়ে পর্দার ‘মুন্নাভাই’ হওয়ার কাজটা প্রাথমিকভাবে কঠিন ছিল বলে উল্লেখ করেছেন রণবীর। তার কথায়, ‘এখনও তিনি সমান প্রাসঙ্গিক একজন ব্যক্তি। আজও তার জনপ্রিয়তা ব্যাপক। তিনি নিঃসন্দেহে বিতর্কিত। তবে পরিচালকের আসনে রাজকুমার হিরানি আর গল্পকার হিসেবে অভিজাত জোশিকে পেলে সঞ্জয় দত্তের মতো চরিত্রেও অভিনয়টা স্বাচ্ছন্দ্যময় হয়ে যায়।’

চলন-বলনসহ সবকিছুতে সঞ্জয় দত্তের চরিত্রে মানিয়ে নিতে প্রচুর ঘাম ঝরিয়েছেন রণবীর কাপুর। রূপসজ্জা আর কম্পিউটার গ্রাফিক্সের সহযোগিতায় তাকে দেখতে সঞ্জয়ের মতো করে সাজানো হচ্ছে। দর্শকরা এ চরিত্রে কিভাবে গ্রহণ করে সেজন্য বেশ উচ্ছ্বসিত বলেও জানান তিনি। তার বক্তব্য, ‘জানি না কতটা সফল হতে পারছি। তবে এ ছবি আমাকে অনুপ্রাণিত করেছে দারুণভাবে।’

আগামী বছরের ৩০ মার্চ ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন রণবীর। এতে ‘খলনায়ক’ বাদ রেখে সঞ্জয় দত্তের প্রথম ছবি ‘রকি’, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো ইতিবাচক চলচ্চিত্রগুলোর কথা উঠে আসবে বলে জানান তিনি।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুবাবার বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।

সূত্র: জি নিউজ, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!