X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‌‘ভয়ংকর সুন্দর'-এর প্রচারণায় জয়া

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ০০:০৪আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:৩০

ভয়ংকর সুন্দর ছবির প্রচারণায় জয়া। ছবি- সাজ্জাদ হোসেন
মঙ্গলবার ছিল অনিমেষ আইচের চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’-এর অডিও প্রকাশনা উৎসব। এতে অংশ নিয়েছিলেন সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান।
না, এ চলচ্চিত্র সরাসরি সংশ্লিষ্ট কেউ নন তিনি। তবে একই পরিচালকের বহু নাটকে অভিনয় করেছেন জয়া। এমনকি সদ্য শেষ হওয়া জাতীয় চলচ্চিত্র আসরে অনিমেষের প্রথম চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’র কারণেই পুরস্কার পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় এ নায়িকা।
এদিন রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল প্রকাশনা উৎসব। সেসময় সংশ্লিষ্টদের শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ ও সুবর্ণা মোস্তফাও। ভয়ংকর সুন্দর ছবির প্রচারণা।  ছবি- সাজ্জাদ হোসেন।

জয়া বলেন, ‘ছবির গানগলো ভীষণ ভালো লেগেছে। এগুলো দেখে একটা ধারণা পাবেন দর্শকরা। ছবিটি খুব ইন্টারেস্টিং। আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুন। আমি প্রথমদিনই ছবিটি দেখব।’
মামুনুর রশীদ বললেন, ‘যে চলচ্চিত্রটি দর্শকনন্দিত হবে, তার প্রদর্শনীগুলো হাউজফুল হবে, টিকিট পাওয়া যায় না। এটা তেমনই একটা চলচ্চিত্র। অসাধারণ একটা ছবি আমরা দেখতি যাচ্ছি।’

আর সুবর্ণা নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘কাহিনি’ ছবি পরমের চমৎকার অভিনয় আমি দেখেছি। এবারও দেখব বলে মনে হয়।’’ ভাবনা ও পরমব্রতর ‘কানকথা’।  ছবি- সাজ্জাদ হোসেন

এদিকে ছবির নায়ক শুটিং চলাকালীন দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘ঐ সময়টা আমরা ঢাকাকে চিনতে পারি। শুটিংয়ের সময়ে সুন্দর কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। যাদের সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে। আশা করি, দর্শকরা আমাদের সেই সময়টাকে সম্মান জানাবেন, তারাও সুন্দর সময় পার করবেন।’ ভয়ংকর সুন্দর ছবির প্রচারণা জয়া, অনিমেষ ও ভাবনা।  ছবি- সাজ্জাদ হোসেন

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’-এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। সিনেমায় ভাবনা ও পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। এর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। অডিও প্রকাশনা অনুষ্ঠানে তাদের বেশিরভাগই উপস্থিত হয়েছিরেন।  ভয়ংকর সুন্দর ছবির প্রচারণা।  ছবি- সাজ্জাদ হোসেন
ছবিটি আগামী ৪ আগস্ট সারাদেশে মুক্তি পাবে। ছবি মুক্তির আগপর্যন্ত পরমব্রত ঢাকায় বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন।

বলছেন প্রিন্স মাহমুদ... /এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার