X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেঘলার জন্য হৃদয়ের কান্না! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৭:৫৪আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:১৬

ভিডিওতে হৃদয় ও মেঘলা গানে ও ভিডিওতে একেবারে ভিন্ন স্বাদ নিয়ে এসেছেন হৃদয় খান। সঙ্গে আছেন সাম্প্রতিক আলোচিত ছবি ‘নবাব’-এর মেঘলা মুক্তা।

আর ভিন্নতাটা কী? শুনুন হৃদয়ের ভাষ্যে, ‘‘ছেড়ো না’ গানটা আমার নতুন অ্যালবাম ‘মেয়ে’ থেকে নেওয়া। এর প্রতিটি গান সিঙ্গেল আকারে প্রকাশ করছি। এটি তৃতীয় নম্বর। মজার বিষয় হচ্ছে, প্রতিটি গান কোনও না কোনও ভাবে নতুন। এখন পর্যন্ত এমন ধারাবাহিকতা ধরে রেখেছি। প্রথম গান দেশ নিয়ে, ‘বাংলাদেশ’। প্রথমবারের মতো দেশ নিয়ে গান করেছি। দ্বিতীয় গান ‘জানি না বুঝি না’। এতে দুই বিটে সংগীত করেছি। আর তৃতীয় গানে তবলার প্রধান্য রেখেছি। ‘তেওড়া’ তালে এবারই প্রথম কাজ করলাম।’’
শুধু গানেই নয়, এতে কোট-টাই পরা অন্যরকম লুকের হৃদয়কে পাওয়া গেছে। আর প্রিয়জন হিসেবে উপস্থিত হয়েছেন মুক্তা। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এই গল্পটির অংশীদার চন্দন-হৃদয় দু’জনেই। আর গানটি লিখেছেন মিলন মাহমুদ।
‘ছেড়ো না’- এমন আহ্বান কাকে জানাচ্ছেন হৃদয়- প্রশ্নটা করা হয়েছিল। তবে সরাসরি কিছু জানাননি।
গানটি তৈরি সম্পর্কে হৃদয় বললেন, ‘গানটির ভাবনা নিয়ে মূলত আমি ও মিলন ভাই কথা বলেছি। তবে পুরোটা লিখেছেন তিনিই। আসলে কাউকে উদ্দেশ্য করে এমন কথা বলা না। তবে ভাবনাটা আমার খুব ভালো লেগেছে!’
গানটি প্রযোজনা করেছে সংগীতা। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পায় ২৪ জুলাই।
গানের ভিডিও:

/এমআই/এমএম/

সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)