X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কারা লাঞ্ছিত করেন নওশাদকে? (ভিডিও)

ওয়ালিউল মুক্তা
২৯ জুলাই ২০১৭, ২১:০৩আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৬:২৯

সেদিনের ঘটনায় এভাবেই লাঞ্ছিত হন ইফতেখারউদ্দিন নওশাদ যৌথ প্রযোজনার অনিয়ম বন্ধের দাবিতে ২১ জুন সেন্সর বোর্ড ঘেরাও করে ‌‘চলচ্চিত্র পরিবার’ নামের ১৮ সংগঠনের ঐক্যজোট। সেখানে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখারউদ্দিন নওশাদ। তার গায়ে আঘাত করাসহ তার শরীরের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়।

এ লঞ্ছনায় জড়িতদের বিষয়ে প্রথম থেকেই সরব ছিলেন আক্রান্ত নওশাদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে বেশ কয়েকজন তারকাসহ চলচ্চিত্র প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুর কথা উল্লেখ করেন। এছাড়া তিনি শিল্পী সমিতির দুই নেতা মিশা সওদাগর ও রিয়াজ এবং পরিচালক নেতা বদিউল আলম খোকনের নামও উল্লেখ করেন এই ঘটনার সঙ্গে জড়িত বলে।
এদিকে শনিবার (২৯ জুলাই) বিকালে এ ঘটনার সময়কার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে নওশাদের উপর প্রথম আক্রমণ করতে দেখা যায় প্রযোজক খসরুকে!

এরপর বাংলা ট্রিবিউনের হাতে আসে এক ও দেড় মিনিটের আরও দুটি ভিডিও ফুটেজ। ভিডিওতে দেখা যায়, ফোনে কথা বলতে বলতে সেন্সর বোর্ডের দরজায় দাঁড়িয়ে আছেন নওশাদ। পাশ থেকে ভিড় ঠেলে এগিয়ে আসেন খসরু। দুহাতে নওশাদকে সামনে টেনে আনেন। এরপর জোরে ধাক্কাতে ধাক্কাতে বিক্ষুব্ধ কর্মীদের ভিড়ের দিকে ঠেলে দেন। শেষের দিকে ডান হাতে থাবা দেওয়ার মতোও দেহভঙ্গি ভিডিওতে উঠে আসে। এতে রিয়াজের সংশ্লিষ্টতাও দেখা যায়।

আরেকটি ভিডিওতে দেখা গেছে লাঞ্ছিত হওয়ার পর পুলিশ কেমন করে বিধ্বস্ত নওশাদকে সেন্সরবোর্ড অফিসে নিয়ে যান। সে সময়ও বিক্ষুব্ধ কয়েকজন নওশাদের গায়ে আবারও হাত তোলেন।
এদিকে বিষয়টি নিয়ে  বেশ কয়েকবার খোরশেদ আলম খসরুর মোবাইলে যোগাযোগ করা হলে সেটি প্রথমে বন্ধ ও পরে ব্যস্ত পাওয়া যায়।
এদিকে সেদিন আসলে কী ঘটেছিল- জানতে চাইলে নওশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যৌথ প্রযোজনার ছবি দুটির (নবাব ও বস-টু) প্রিভিউ করতে সেন্সর বোর্ডে যাচ্ছিলাম। বোর্ডের সদস্য হিসেবে সরকারি কাজে আমি সেখানে যাই। গেটে ঢোকার আগমুহূর্তে মিশা সওদাগর আমাকে ডাক দেন। সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও প্রযোজক খোরশেদ আলম খসরু। তারাই প্রথম আঘাত করেন। তারপরই অন্যরা চলে আসেন।’


এদিকে বাংলা ট্রিবিউনের কাছে আসা দুই ভিডিও ফুটেজের একটিতে প্রযোজক খোরশেদ আলম খসরুকে স্পষ্ট দেখা যায়। মূলত তিনিই নওশাদকে ধাক্কাতে ধাক্কাতে ভিড়ের মধ্যে নিয়ে যান। এর ঠিক আগে রিয়াজ রাস্তায় ব্যানারসহ মিছিল থেকে বেরিয়ে এসে নওশাদের ডান দিকে দাঁড়ান এবং খশরুর ধাক্কা দেওয়ার সময় তাতে সহযোগিতাও দেখা যাচ্ছে রিয়াজকে। অপর অভিযুক্ত মিশা সওদাগরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 
/এম/এমএম/

* সেন্সর বোর্ডের মামলা নিচ্ছে না রমনা থানা!

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…