X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অনিমেষের অনুরোধ, ভাবনার আবদার (ভিডিও)

বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ২০:২৬আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৩:১১

ফেসুবক লাইভের ফাঁকে একটা অনুরোধ আছে নির্মাতা অনিমেষ আইচের আর অভিনেত্রী ভাবনা করেছেন আবদার। দুটোই সিনেমাকেন্দ্রিক। শুক্রবার (৪ আগস্ট) মুক্তি পাচ্ছে তাদের ছবি ‘ভয়ংকর সুন্দর’।

আর এর জন্যই আবদার ও অনুরোধ নিয়ে বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে বসেছিলেন দু’জনে।

রবিবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৪টায় এ দুই শিল্পী অংশ নেন লাইভ শো ‘বাংলা ট্রিবিউন সেলেব্রিটি লাইভ উইথ বন্যা মির্জা’তে। প্রতিষ্ঠানটির মার্কেটিং হেড ও দেশের অন্যতম অভিনেত্রী বন্যার উপস্থাপনায় এতে মুক্তিপ্রতিক্ষীত চলচ্চিত্রটি নিয়ে কথা বলেন তারা।
‘ভয়ংকর সুন্দর' ছবিটি নিয়ে অনিমেষ আইচের অনুরোধটি ছিল এমন, ‌‌‘আমরা চাই সবাই ছবিটি প্রেক্ষাগৃহে এসে দেখুক। ছবিটি নিয়ে রিভিউ লেখা হোক। তবে সেটি ন্যুনতম মুক্তির দুই সপ্তাহ পরে। আমরা চাই ভালো হোক মন্দ হোক আগে ছবিটি দর্শকরা দেখুক। দর্শক দেখার আগেই যদি ছবিটির গল্প আর নেতিবাচক কিছু পত্রিকায় প্রকাশ হয়- তবে দর্শকরা আগ্রহ হারাবেন। এতে দেশের উঠতি চলচ্চিত্র শিল্পটি আবার পিছিয়ে পড়বে।’
তাই ছবিটির রিভিউ আগেই লিখে চলচ্চিত্রটি সম্পর্কে দর্শকদের আগ্রহটা যেন কমিয়ে দেওয়া না হয়- এটাই ছিল মিডিয়ার প্রতি অনিমেষের বিশেষ অনুরোধ।
লাইভের শেষে অনিমেষ ও ভাবনা এদিকে লাইভে মজার একটি আবদার করেছেন ভাবনা। ৩ আগস্ট ভাবনার জন্মদিন। আর ৪ আগস্ট তার প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। দুটো বিষয় মিলিয়ে ভাবনা বললেন, ‘আমার জন্মদিনের জন্য কোনও চকলেট, গিফট আমি নেব না এবার। আমি চাই, দর্শকরা টিকিট কেটে ছবি দেখে ছবি তুলে আমাকে ইনবক্স (ফেসবুকে) করবেন। এটাই আমার জন্য বড় উপহার হবে।’
এদিকে বন্যা মির্জা শুরুটা করেন ভাবনাকে দিয়েই। জানতে চান প্রথম চলচ্চিত্র মুক্তিতে তিনি কীভাবে সাড়া পাচ্ছেন ও নিজের অনুভূতি। প্রশ্ন ছিল অনিমেষের ভাবনাকে ঘিরেও। পরিচালক ছবিটি নির্মাণের পেছনের নানা চিন্তা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
ভাবনা, অনিমেষ ও ‘ভয়ংকর সুন্দর’ ছবি নিয়ে আরও অনেক আলাপচারিতা শোনা যাবে বাংলা ট্রিবিউনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। ফেসবুক লাইভের রেকর্ডকৃত ভিডিওটি নিম্নে রাখা হলো-

প্রসঙ্গত, ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’কে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ইতোমধ্যে ইউটিউবে ছবিটির টিজার ও গান মুক্তি পেয়েছে। এর মূল ভাবনা নেওয়া হয়েছে মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ গল্প থেকে। ছবির প্রধান দুটি চরিত্রে আছেন ঢাকার ভাবনা ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র প্রমুখ।

ছবি: সাজ্জাদ হোসেন
/এম/এমএম/

সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার