X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পরমব্রত ইস্যুতে যা বললেন প্রযোজক শাকিল

মাহমুদ মানজুর
০৩ আগস্ট ২০১৭, ১৫:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০৩:৪৫

‘এই ইস্যুতে আমি হতবাক। বিষয়টি এমন কেন হলো বুঝিনি। কারণ এমন কিছু হবে সেটি আমি কল্পনাও করতে পারি না। আমি বরাবরই এই দেশ, আইন ও কমিউনিটিকে সম্মান করার চেষ্টা করি। অথচ পুরো জাতি জানলো আমি প্রযোজক হিসেবে আইনের ব্যত্যয় ঘটিয়েছি। খবরটি শুধু এই দেশেই নয়, ছড়িয়েছে কলকাতাতেও। পরমব্রত কী মনে করেছেন- একবার ভাবুন তো!’

শাহরিয়ার শাকিল, গাজী রাকায়েত ও পরমব্রত বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে কথাগুলো মুঠোফোনে বললেন ক্যান্ডি প্রডাকশনের কর্তা শাহরিয়ার শাকিল। টিভি নাটক ও অনুষ্ঠান নির্মাণে যিনি এখন দেশের অন্যতম আলোচিত প্রযোজক। বুধবার এই প্রোডাকশন হাউজ ও কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রতর বিরুদ্ধে অনিয়ম করে শুটিং করার অভিযোগে বনানী থানায় একটি জিডি করেন নাট্যজন, ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও এফটিপিও ঐক্যজোটের সদস্য সচিব গাজী রাকায়েত। আর এই জিডি করার ইস্যুতে মিডিয়া যখন সরগরম তখনই বাংলা ট্রিবিউনের কাছে মুখ খুললেন অভিযুক্ত শাহরিয়ার শাকিল।
তিনি জানান, ১৩ জুলাই তথ্য মন্ত্রণালয়ে পরমব্রত এই দেশে কাজ করার অনুমোদন চেয়ে আবেদন করা হয়। সেটির অনুমোদন দুই এক দিনের মধ্যে পরমব্রতর হাতে পাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এই প্রজেক্টের অন্যতম নির্মাতা হিসেবেও কাজ করবেন পরমব্রত। তাই গেল এক সপ্তাহ নাগাদ পরমব্রতর হয়ে ক্যান্ডি প্রডাকশনের কর্তারা নিয়মিত যোগাযোগ করছিলেন টিভি নির্মাতাদের সভাপতি গাজী রাকায়েতের সঙ্গে। এরমধ্যে ২৭ জুলাই ডিরেক্টরস গিল্ডের সদস্য ফরমে স্বাক্ষরসহ নিজের বিস্তারিত দিয়ে আবেদনও করেছেন পরমব্রত। ডিরেক্টরর গিল্ডের সদস্যপদের জন্য পরমব্রতর আবেদন
শাহরিয়ার শাকিল বলেন, ‘গাজী ভাইয়ের সঙ্গে এই বিষয়ে আমার প্রতিনিয়ত কথা হচ্ছিল। তিনি জানেন আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেটার অনুমোদন হয়ে যাবে। তার গিল্ডেও আবেদন করেছি। সেটিও তিনি অনুমোদন দিয়ে দিচ্ছেন। হঠাৎ করে গতকাল দুপুরে শুনলাম সেই গাজী ভাই-ই আমাদের নামে জিডি করলেন!’
প্রশ্ন হলো কেন তাহলে গাজী রাকায়েত সব জেনে-বুঝে জিডি করলেন? নিশ্চয়ই আপনাদের কোনও কাজে ব্যত্যয় ছিল। শাকিল বলেন, ‘আমি তো কোনও ব্যত্যয় খুঁজে পাচ্ছি না। যা যা ঘটেছে তার সবটাই বললাম। আপনাদের ডকুমেন্টসও আমি দিতে পারি সেসবের। তবে হ্যাঁ, আমি গতকাল (২ আগস্ট) রাতে গাজী ভাইয়ের সঙ্গে দীর্ঘ আলাপ করেছি। জানতে চেষ্টা করেছি কেন এই হঠাৎ জিডি? তিনি বলেছেন, এটা মিস আন্ডারস্ট্যান্ডিং!’
জিডি সূত্রে অভিযুক্ত এই তারকা প্রযোজকের কাছে বাংলা ট্রিবিউনের জিজ্ঞাসা ছিল, মন্ত্রণালয় ও ডিরক্টেরস গিল্ডের একটি অনুমোদনও আপনারা এখন পর্যন্ত পাননি। না পেয়েও সিরিজটির শুটিং কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন পরমব্রতকে নিয়ে। তাহলে গাজী রাকায়েত কিংবা এফটিপিওর দায়ের করা এই চাঞ্চল্যকর জিডিকে ‘অযৌক্তিক’ কিংবা ‘মিস আন্ডারস্ট্যান্ডিং’ অথবা ‘বিস্ময়কর’ বলার সুযোগ থাকে কি?
জবাবে শাহরিয়ার শাকিল বলেন, ‘দেখুন আইন খুঁজলে অনেক জটিলতা সামনে আনা যায়। অনেক অভিযোগ তোলা যায়। এটা সত্যি আমরা অনুমতি পাইনি কিন্তু আবেদন তো করেছি। এটাও সত্যি মন্ত্রণালয়ে একটা আবেদন করলে একটু সময় লাগে। আবেদন না করে সংশ্লিষ্টদের সঙ্গে খাতির করার চেষ্টা করে যদি কাজটি শেষ করতাম- তাহলে না হয় আমাকে অভিযোগ করতে পারতেন। মামলাও করতে পারতেন দেশদ্রোহী হিসেবে। এখন তো মনে হচ্ছে দেশের আইন মেনে চলার চেষ্টা করছি বলেই আজ এভাবে আমাকে হেরাস হতে হচ্ছে। কারণ, গাজী ভাইরা এই বিষয়টি সম্পর্কে সবাই অবগত। জিডি করার আগের দিনও পরমব্রতর সদস্য পদের জন্য গাজী ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তাকে আমি মন্ত্রণালয়ে আবেদনের কথাও বলেছি। তাহলে হঠাৎ কেন এই জিডি? এটা তো আমার বোঝে আসে না।’
বুধবার বনানী থানায় পুলিশ কর্মকর্তার সঙ্গে গাজী রাকায়েত ও ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর (বামে) প্রশ্নের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, রাষ্ট্রীয় ও সাংগঠনিক অনুমোদন ছাড়াই সবার নাকের ডগায় বসে এই শহরে শুটিং করছেন পরম! অনুমোদন প্রাপ্তির অপেক্ষা কেন করেননি আপনারা? এটা কি অন্যায় নয়?
শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা মোটেই শুটিং করছিলাম না। গণমাধ্যমে যে সংবাদ ও ছবি প্রকাশ পেয়েছে সেটি রিহার্সেল, লোকেশন খোঁজ ও সিরিজের প্রমো তৈরির শুটিং ছিল। নাটকের শুটিং করবো অনুমোদনপত্র হাতে পেলে। এটা হতেই পারে। আমরা তো রিহার্সেল আর প্রমোর কাজ করে নিষিদ্ধ কিছু করিনি। যার জন্য থানায় যেতে হবে নেতাদের। এটা খুবই বিস্ময়কর।’
তাহলে শেষ পর্যন্ত অনোমোদন পাচ্ছেন? আসছে ঈদে ফেলুদা বাংলাদেশের টিভিতেও ঢুকছে? পরমের প্রতিক্রিয়া কেমন ছিল?
শাহরিয়ার শাকিল বলেন, ‘পরম আর কী বলবেন। তিনি বিব্রত, স্বাভাবিক। কারণ, এরকম কিছু হবে সেটা তো আমরা কেউই ভাবিনি। আমরা নিয়মের মধ্যেই এগুচ্ছিলাম। যাই হোক, অনুমোদন দু’এক দিনের মধ্যে পেয়ে যাবো আশা করছি। প্রপারলি শুটিংটাও শেষ হবে।’
শাকিল আরও জানান, অনুমোদন পাওয়ার পর ক্যান্ডি প্রোডাকশন সংবাদ সম্মেলন করবে। সেখানে পরমকে কাজ করার অনুমোদনের সব কাগজপত্র সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ে অভিনয় প্রসঙ্গে আবেদনপত্র
এদিকে এই জিডি প্রসঙ্গে গাজী রাকায়েত বাংলা ট্রিবিউনকে ২ আগস্ট বলেছিলেন, ‘দেখুন এটা শুধু পরমব্রতর বিরুদ্ধে না। আমরা পুরো সিস্টেমের বিরুদ্ধে এই জিডি করেছি। আমরা লক্ষ্য করছি গেল কয়েক বছর ধরে প্রতিনিয়ত বিদেশের শিল্পীরা পর্যটন ভিসায় দেশে আসছেন এবং সবার সামনে দিয়ে শুটিং করে চলেছেন। এ নিয়ে কারও কোনও মাথা ব্যথা নেই। অথচ আমরা কিন্তু বিদেশে গিয়ে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারি না। আমাদের দুঃখ এবং আপত্তির জায়গাটা এখানেই। মূলত এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আজকের জিডি।’
তিনি আরও বলেন, ‘পরমব্রতরা আমাদের অতিথি। আমরা সবসময় তাদের ওয়েলকাম জানাতে চাই। কিন্তু সেটা যেনও একটা নিয়মের মধ্যে হয়- এটুকুই দাবি করছি। আমরা তথ্যমন্ত্রণালকেও এ বিষয়ে চিঠি দিয়েছি। মন্ত্রণালয় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছে।’
প্রসঙ্গত, ক্যান্ডি প্রডাকশনের ব্যানারে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে নাটক। যার অন্যতম অভিনেতা এবং নির্মাতা হিসেবে কাজ করছেন কলকাতার নায়ক পরমব্রত। এতে ফেলুদা চরিত্রে দেখা যাবে তাকে।
/এমএম/

* পরমব্রতর বিরুদ্ধে থানায় জিডি

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার