X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাজল ও করণ জোহরের মিটমাট

বিনোদন ডেস্ক
০৯ আগস্ট ২০১৭, ০০:০৮আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০০:০৮

বন্ধু থেকে শত্রু বনে যাওয়া কাজল ও করণ জোহরের ঝগড়ার ইতি ঘটার আভাস মিলছিল কয়েকদিন ধরে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে করণের যমজ সন্তান যশ ও রুহির ছবিতে কাজল লাইক দেওয়ায় তাদের মধ্যে মিটমাট হয়ে যাওয়ার অনুমান ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ছবি শেয়ারিংয়ের এই প্ল্যাটফর্মে কাজলকে ফলো করেন করণ।

কাজল ও করণ জোহর ফিল্মফেয়ারের এক প্রতিবেদন অনুযায়ী, করণের সঙ্গে কাজিয়ার ইতি টানার সিদ্ধান্তটা কাজলের পক্ষ থেকেই আগে এসেছে। ম্যাগাজিনটির ওয়েবসাইটের দাবি, গত সপ্তাহে ঘরোয়া পার্টিতে করণকে নিমন্ত্রণ করেন কাজল। মূলত তখনই তাদের মধ্যে মিটমাট হয়ে যায়।

জানা গেছে, কাজলের নিমন্ত্রণ রক্ষা করে পার্টিতে গিয়েছিলেন ৪৫ বছর বয়সী করণ জোহর। সেখানে দূরত্বকে পাশ কাটিয়ে বন্ধুর মতো তারা একে অপরকে জড়িয়ে ধরেন। এরপরই সবকিছু স্বাভাবিক হয়ে যায়।


গত দিওয়ালিতে কাজলের স্বামী অজয় দেবগন পরিচালিত ও অভিনীত ‘শিবায়’ ছবির সঙ্গে নিজের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি দেন করণ জোহর। বক্স অফিসে লড়াইয়ে নামায় তাদের বন্ধুত্বে ফাটল ধরে। এরপর তাদের মনোমালিন্যকে কেন্দ্র করে বিস্তর খবর বেরিয়েছে।
এ ঘটনার কয়েকদিনের মধ্যে নিজের ছবির ইতিবাচক পর্যালোচনা লেখার জন্য কামাল আর খানকে করণের ২৫ লাখ রুপি দেওয়ার ভিডিও শেয়ার করেন অজয় দেবগন। ওই পোস্টে ৪৩ বছর বয়সী কাজল মন্তব্য করেন, ‘শকড!’
ব্যস, শুরু হয়ে যায় ঝগড়া। কাজল ও করণ সব অনুষ্ঠানেই একে অপরকে এড়িয়েই গেছেন। নিজের আত্মজীবনীতে করণ জোহর উল্লেখ করেন, কাজলের জন্য তার কোনও আবেগ নেই। এমনকি করণের সঙ্গে আবার কাজ করবেন কিনা এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে কাজল পরোক্ষভাবে সমালোচনা করে জানান, স্বাচ্ছন্দ্য পাওয়া যায় এমন মানুষের সঙ্গেই কেবল কাজ করা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!