X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রুবিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক: লন্ডনে সালমান শাহ্’র মা

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
০৮ আগস্ট ২০১৭, ২১:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৩:৫০

“সালমান শাহ্'র হত্যার বিচার চাই আমি। রুবিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক”— বলছিলেন চিত্রনায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী। মঙ্গলবার (৮ আগস্ট) লন্ডন সময় বিকালে পূর্ব লন্ডনের স্বাদ রেস্টুরেন্টে ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বক্তব্য রাখছেন নীলা চৌধুরী সালমান শাহ্ হত্যা মামলার আসামি রুবির বক্তব্য ইউটিউবে প্রকাশের মাধ্যমে বিচারের পথ আবার উন্মুক্ত হয়েছে বলে মনে করেন নীলা চৌধুরী। রুবির বক্তব্যের সত্যতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই বক্তব্যের অবশ্যই সত্যতা আছে। সে আমার মামলার অভিযুক্ত ছিল।’

অশ্রুভেজা কণ্ঠে নীলা চৌধুরী বলেন, ‘ডিবি ও সিআইডির রিপোর্ট সত্য ছিল না। একটি পক্ষ শুরু থেকে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেছে। সালমানের পোস্টমর্টেম থেকে শুরু করে সবখানে প্রভাব বিস্তার করা হয়েছে। আমার ছেলেকে ইনজেকশন দিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। গত ২২ বছরে কখনও সুষ্ঠু তদন্ত হয়নি। আমার সন্তান হত্যার বিচার চাই। আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। সালমানের সহকারী আবুল কোথায়, সেটি আমার প্রশ্ন। সব সামিরার ষড়যন্ত্র।’

সংবাদ সম্মেলনে সালমানের মামা আওরঙ্গজেব বুলবুল, জগলুল হায়াৎসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির সাবেক নেত্রী নীলা চৌধুরী মৌলভীবাজারের বাসিন্দা। তিনি সিলেটের দাড়িয়াপাড়ার বাসিন্দা হলেও বর্তমানে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করছেন। আলোচিত ওই ভিডিওচিত্রের সূত্র ধরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নীলা চৌধুরী। এক প্রশ্নের জবাবে নীলা চৌধুরী বলেন, বর্তমানে তিনি আওয়ামী লীগের সদস্য হিসেবে আছেন।

/জেএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য