X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফের ধ্রুব গুহর কণ্ঠে ‘পাখি’ চমক

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৪:০৭আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৯:০৩

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ধ্রুব গুহর গান ‘যে পাখি ঘর বোঝে না’ দেখা হলো কোটি বার! ২০১৫ সালের ১৮ জুলাই সিনেআর্ট প্রোডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত (১২ আগস্ট) গানটি দেখা হয়েছে ১ কোটি ১ লাখ বারেরও বেশি।

ধ্রুব গুহ গানটি দিয়ে কোটিবার দর্শক-শ্রোতার মন জয় প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘অনেকেই বলেন আমি নাকি সেই সৌভাগ্যবানদের একজন, যার নাম লেখা আছে এ সময়ের শীর্ষস্থানীয় শিল্পীদের তালিকায়! যদি তাই হয়, তাহলে অবশ্যই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। কিন্তু সত্যি এটাই, সেরাদের তালিকায় নিজের নাম লেখানোর কোনও বাসনা আমার আদৌ নেই। শুধু এটুকু বলতে চাই, আমি সুদূরের যাত্রী, তাই আগামীর আয়োজন নিয়েই ভাবি। এই সফলতায় কৃতজ্ঞতা সবার প্রতি।’
‘যে পাখি ঘর বোঝে না’ গানটি লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম। গানটি ধ্রুব গুহ’র প্রথম একক অ্যালবামে স্থান পেয়েছিলো। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
এদিকে এই গানটি কোটি প্রাণে ছড়ানোর সঙ্গে সঙ্গে সময়ের আলোচিত এই শিল্পী মন বসিয়েছেন আরেকটি বিশেষ গান তৈরিতে। ‘পাখি’ সিরিজের এই গানটির কথা-সুর যথারীতি তৈরি করছেন প্লাবন কোরেশী। আর গানটির পুরো শিরোনাম ‘আমার একলা পাখি’।

ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের পাশাপাশি চলছে ভিডিও তৈরির পরিকল্পনাও। যা আসছে ঈদের বিশেষ চমক হিসেবে প্রকাশ পাবে ধ্রুব মিউজিকের ব্যানারে।
তবে কি এবারের গানটি ‘যে পাখি ঘর বোঝে না’র সিক্যুয়াল? একটি কাজ সফল হলে যেমনটা হয়। জবাবে ধ্রুব গুহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমরা একই টিম এবারের গানটিও করছি। নামের মধ্যেও ‘পাখি’ শব্দটি রয়েছে। ভিডিওর গল্পতেও হয়তো ধারাবাহিকতা থাকবে। তবে এটিকে আমি সিক্যুয়াল বলতে চাই না। বরং কাকতাল দাবি করছি। আমার কাছে দুটোই আলাদা মেজাজের দুটি গান। আশা করছি সবার ভালো লাগবে।’’
‘যে পাখি ঘর বোঝে না’র ভিডিও:

/এমএম/

সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা