X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সারিকার ছোট্ট চাওয়া...

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ০০:০২আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৩:২৫

  সারিকা বাংলা ট্রিবিউন সেলেব্রিটি লাইভ উইথ বন্যা মির্জা। দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে আমাদের নিয়মিত টক শোমূলক আয়োজন এটি। এবারে অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী সারিকা। জানালেন তার ফেরার কথা। আর শেষ করলেন তার ছোট্ট চাওয়া ও স্বপ্নের কথা বলে।

লাইভ অনুষ্ঠানটি বাংলা ট্রিবিউনের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে রবিবার বিকাল ৫টায় প্রচার শুরু হয়। সারিকা কথা বলেন তার কাজের নানা প্রসঙ্গ নিয়ে। 

সারিকা ও বন্যা মির্জা অনুষ্ঠানের সঞ্চালক বাংলা ট্রিবিউনের মার্কেটিং হেড ও অভিনেত্রী বন্যা মির্জা প্রথমেই জানতে চান ঈদের কাজের খবরাখবর। সারিকার ভাষ্য, ‘আমি গত বছর থেকে নতুনভাবে কাজ শুরু করেছি। এবার ঈদেও কিছু কাজ দর্শকরা পাবেন। তবে বেশি নয়। কারণটাও আমার মেয়ে (শাহরিশ আন্নাহ করিম)। সে ছোট, তাকেই প্রায়োরিটি দিচ্ছি। ইতোমধ্যে তিন-চারটা নাটকের শুটিং হয়েছে। ঈদে ৫টির মতো নাটক প্রচার হবে আশা করি। এবার আমি ও বন্যা আপু একসঙ্গে কাজ করেছি। অসাধারণ ছিল সে অভিজ্ঞতা। আমি মূলত উনার ফ্যান হয়ে গেছি।’

সামাজিক মাধ্যম নিয়েও কথা বলেছেন সারিকা। বলেন, ‘অনেকেই সামাজিক মাধ্যমে টাইম টু টাইম আপডেট দেন। করতেও পারেন তারা। এটাও মূলত কাজ। কারণ এটার মাধ্যমে কিন্তু নিজের কাজ সম্পর্কে
দর্শকদের জানতে পারছেন।’

সারিকা জানান তার ছোট্ট চাওয়ার কথা, ‘আমার আসলে অনেক বেশি চাওয়া নেই। ছোট্ট একটা চাওয়া আছে। আমি ফিরেছি অভিনয় করার জন্য। আমি নিয়মিত কাজটি করে যেতে চােই। এখান থেকে দূরে থাকলে আমি আসলে আমাকে মিস করি।’ সারিকা
কথার এখানেই শেষ নয়। সারিকা তুলে ধরেছেন তার সংগ্রাম ও লড়াই করার মানসিকতাও। অনুষ্ঠানের পুরো ভিডিও দেখা যাবে এখানে



ছবি: সাজ্জাদ হোসেন
/এম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…