X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নায়করাজের জন্য অগ্রিম টিকিট কাটলেন ভক্তরা

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ০০:০২আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২০:১২

ছবিটির পোস্টার আজ (২৫ আগস্ট) থেকে রাজধানীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতায় চলবে সদ্য প্রয়াত কিংবদন্তি রাজ্জাক অভিনীত ছবি ‘আগুন’। প্রেক্ষাগৃহটি নায়করাজের সম্মানে এক সপ্তাহব্যাপী এ ছবিটি প্রদর্শন করবে।
মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তথ্যটি নিশ্চিত করেন। তবে তিনি আরও একটি চমকপ্রদ বিষয়ে জানান। বলেন, ‘'আগুন’ ছবি চালানোর ঘোষণা দেওয়ার পরপরই শুক্রবারের সন্ধ্যার শোর টিকিটগুলোর প্রায় অর্ধেকই অগ্রিম বুকিং এসেছে। পুরনো ছবির ক্ষেত্রে এমনটা সাধারণত ঘটে না। বিষয়টি আমাকে খুব অনুপ্রাণিত করেছে।’’
‘আগুন’ ছবিটি মধুমিতা মুভিজের নিজস্ব প্রযোজনায় নির্মিত। তাদের ৪-৫টা ছবিতে রাজ্জাক অভিনয় করেছেন। এরমধ্যে ‘আগুন’ সবচেয়ে সফল।
রাজ্জাক ও শাবনা অভিনীত এ ছবি পরিচালনা করেছেন মহসীন। এটি মুক্তি পায় ১৯৭৬ সালে।
এদিকে, নায়ক রাজ্জাকের মহাপ্রয়াণে গত মঙ্গলবার মধুমিতা প্রেক্ষাগৃহটি বন্ধ রাখা হয়েছিল। 
নওশাদ বলেন, ‘আমি যখন শুনলাম রাজ্জাক সাহেব আর নেই, মেনে নিতে পারিনি। তাকে সম্মান জানাতে আমরা তাৎক্ষণিকভাবে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিই। জানিয়ে দিই, পরদিন অর্থাৎ মঙ্গলবার এটি বন্ধ থাকবে। ইচ্ছে আছে আরও কিছু পদক্ষেপ নেওয়ার।’

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার