X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ঈদ আয়োজন

গরুর হাটে প্রীতমের অদ্ভুত অভিজ্ঞতা

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৮

প্রীতম হাসান। ছবি- সংগৃহীত কোরবানির ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন এটি। যার প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। সাধারণত গরু হাটকে ঘিরেই এদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার হয়। হাট থেকে ফেরার সময় সবাই মিলে হৈচৈ করতে করতে আসার অভিজ্ঞতা সবারই কমবেশি আছে। তাছাড়া চলতি পথে গরুর দাম বলতে হয় কিছুক্ষণ পরপরই। গরুর হাটে যাওয়া নিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতা আছে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের। চলুন শুনি তার মুখে।

“ছোটবেলার কথা। চাচার সঙ্গে কোরবানির হাটে গেলাম। ঈদের আগের দিন রাত হয়ে গিয়েছিল। হাটে গিয়ে অনেকক্ষণ ঘুরেও চাচার কোনও গরু পছন্দ হচ্ছিল না। এ কারণে জানতে চাইলেন, আমার কিছু পছন্দ হচ্ছে কিনা। তো একটা ছাগল আমার চোখে পড়লো। বেশ নাদুসনুদুস। বললাম এটাই কিনবো। চাচাও রাজি হলেন। কিনে নিয়ে এলাম।
কিন্তু বাসায় আসার পর আমরা টের পেলাম, এটা মা ছাগল। তার গর্ভে দুটি বাচ্চা আছে। এ কারণে আমরা আর ওই ছাগলকে কোরবানি দেইনি।
ঈদের পর আমাদের গাড়ির ড্রাইভারের কাছে ছাগলটিকে দিলাম। কারণ তিনি গরিব ছিলেন। তার কাছেই ছাগলটা দুই সন্তানের মা হয়। কোরবানির হাটে যাওয়া নিয়ে এটা আমার জীবনের অদ্ভুত একটা অভিজ্ঞতা ছিল।’’

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)