X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রের এক্সট্রা শিল্পীদের জন্য পরীমনির কোরবানি

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২২

অসচ্ছল সহশিল্পীকে পরম আদরে কাছে টেনে নিয়েছেন পরীমনি। ছবি- সংগৃহীত দেশীয় চলচ্চিত্রে দিনভিত্তিক চুক্তিতে কাজ করা এক্সট্রা তথা অতিরিক্ত শিল্পীদের বেশিরভাগই এখন বেকার। কারণ বিএফডিসিতে শুটিং কমে গেছে অনেকাংশে। এই অসচ্ছল শিল্পীদের কাছে চিত্রনায়িকা পরীমনি যেন পরীরে মতো হাজির হলেন। যে পরী দুটি গরু কোরবানি দিয়ে সব মাংস বিলি করে দিলেন।

ঈদের দিন সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) ভেতরে দুটি গরু কোরবানি দেন পরীমনি। শিল্পীদের মধ্যে কোরবানি দেওয়া গরুর মাংস বন্টনের সময় সশরীরে ছিলেন তিনি।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমরা সবাই চলচ্চিত্র পরিবারের মানুষ। তাই কোরবানি দেওয়ার সাধ্য নেই এমন শিল্পীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে চেয়েছি। তাদের মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে কিছু করার ইচ্ছে থেকেই গরু কোরবানি দিয়ে সব মাংস বিতরণের উদ্যোগ নিলাম। এর মাধ্যমে এসব শিল্পীর মুখে যদি একটু হাসিও আসে, তাতেই আমার ঈদের আনন্দ পাওয়া হবে।’

গত ঈদে পরীমনি একটি গরু কোরবানি দিয়ে সব মাংস তুলে দিয়েছিলেন চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের হাতে। আগামী বছরের কোরবানি ঈদেও এর ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। অসচ্ছল সহশিল্পীকে পরম আদরে কাছে টেনে নিয়েছেন পরীমনি। ছবি- সংগৃহীত

এদিকে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘সোনা বন্ধু’। জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি ও অভিনেতা ডিএ তায়েব। 

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন