X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
ঈদ আয়োজন

আপেল থেকে ভাল্লুক- পশ্চিমা তারকা সন্তানদের অদ্ভুত সব নাম

মাহাদি হাসান
০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৭

মঙ্গলবার আবারও বাবা হয়েছে হলিউড তারকা জর্জ ক্লুনি। তার আর অমাল ক্লুনির ঘরে এসেছে জমজ সন্তান। তাদের একজনের নাম এলা ও আরেকজন আলেক্সান্ডার। তাদের সন্তানদের নাম স্বাভাবিক হলেও পশ্চিমা বিশ্বে অস্বাভাবিক নাম দেওয়ারই প্রবণতা বেশি। দেখুন তারকা দম্পতি সন্তানদের অদ্ভুত সব নাম-

আপেল-

ক্রিস মার্টিন ও গোয়েন পাল্ট্রো ক্রিস মার্টিন ও গোয়েন পাল্ট্রো তারকা দম্পতি সন্তানের নাম রাখার ক্ষেত্রে যেন ধারাপাত বই বেছে নিয়েছেন। বেশি খুঁজতে যাননি। এ ফর অ্যাপল। সন্তানের নামও রেখে দিয়েছেন অ্যাপল। তাদের ১৩ বছর বয়সী মেয়েও আপেল নামেই পরিচিত এখন।

ভাল্লুক-

লিয়াম পেইন ও চেরিল। লিয়াম পেইন ও চেরিলও কম যান না। লিয়াম চিরাচরিত নাম পছন্দ করলেও চেরিলের ইচ্ছা ছিলো একদমই ব্যতিক্রমী নাম রাখবেন সন্তানের। আর সেই থেকে তাদের ছেলের নাম হলো বিয়ার বা ভা্ল্লুক।

তবে এই নামটি একদমই অপরিচিত নয়। ম্যান ভার্সেস ওয়াইল্ডের সৌজন্যে বিয়ার গ্রিলসকে এখন অনেকেই চেনেন।

উত্তর পশ্চিম-

আপেল থেকে ভাল্লুক- পশ্চিমা তারকা সন্তানদের অদ্ভুত সব নাম

২০১৩ সালে প্রথম সন্তান আসে কিম  কার্দাশিয়ান ও কেনি ওয়েস্টের ঘরে। তার নাম রাখা হয় নর্থ বা উত্তর। ফলে বাবার শেষনাম অনুসারে তার নাম দাঁড়ায় নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম। 

প্রিন্সেস তিয়ামি-

কেটি প্রাইস ও পিটার অ্যান্ড্রে আমরা অনেকেই ছোটদের আদর করে রাজকন্যা বা প্রিন্সেস ডেকে থাকি। কিন্তু কেটি প্রাইস ও পিটার অ্যান্ড্রে এটা একদম নামই রেখে দেয় তাদের মেয়ের। ২০০৭ সালে জন্ম নেওয়া সন্তানের নাম রাখেন প্রিন্সেস তিয়ামি। 

 

 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল