X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শাকিব-জয়া তো খুব ভালো করছেন: ঋতুপর্ণা

ওয়ালিউল মুক্তা
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৩

 

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি সাজ্জাদ হোসেন ‘একটি সিনেমার গল্প’— অভিনেতা আলমগীর পরিচালিত এ ছবির কাজের সুবাদে দীর্ঘদিন পর বিএফডিসেতে পা রাখলেন ওপারের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। একসময় এদেশের বেশকিছু ব্যবসাসফল ছবিতে দেখা গেছে তাকে। ফলে এপারের চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় এসে কথায় কথায় জানালেন আরও নানান প্রসঙ্গ-

 

বাংলা ট্রিবিউন: ‘একটি সিনেমার গল্প’ মূলত চলচ্চিত্র শিল্পকে ঘিরেই। আপনি সিনেমার মানুষ। আগ্রহ থাকা স্বাভাবিক। এতে কাজ করার অন্য কোনও কারণ আছে?

ঋতুপর্ণা সেনগুপ্ত: প্রথমত আলমগীর ভাই এ ছবির পরিচালক। তিনি বড়মাপের একজন ব্যক্তিত্ব। এজন্যই আমার আগ্রহ তৈরি হয়। তার সঙ্গে আগেও কাজ করেছি। তবে অভিনয়ে। তার পরিচালনায় প্রথমবার কাজ করছি। একজন মেয়ের মর্মস্পর্শী গল্প এটি। গল্পটা আমাকে ছুঁয়ে গেছে। উনি অনেকদিন ধরে স্ক্রিপ্টটি তৈরি করেছেন। পড়ার পরপরই সিদ্ধান্ত নিই, এ ছবি করবোই।  ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি- সাজ্জাদ হোসেন
বাংলা ট্রিবিউন: এখানে আপনাকে কী হিসেবে দর্শকরা দেখবে?

ঋতুপর্ণা: আমার চরিত্রটি একজন অভিনেত্রীর। মূলত এটি সিনেমার গল্প। আরিফিন শুভ একজন অভিনেতা। এক পর্যায়ে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।  ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি- সাজ্জাদ হোসেন

বাংলা ট্রিবিউন: সদ্যপ্রয়াত নায়করাজ রাজ্জাকের সঙ্গে ‘বাবা কেন চাকর’ ছবিতে অভিনয় করেছেন। তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল?

ঋতুপর্ণা: আমার সৌভাগ্য রাজ্জাক সাহেবের সঙ্গে কাজ করতে পেরেছি। তার চলে যাওয়ার খবরে খুবই কষ্ট পেয়েছি। অনেক বড়মাপের একজন শিল্পী ছিলেন তিনি। তার মতো শিল্পীরা চলে গেলে একটা যুগেরও ইতি হয়ে যায়। উনি যা দিয়ে গেছেন, তা বাংলা চলচ্চিত্রের জন্য বিশাল অবদান। তার কাছে অনেক কিছু শেখার ছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি- সাজ্জাদ হোসেন

বাংলা ট্রিবিউন: বাংলাদেশে আপনার আরেক নায়ক মান্নাও আমাদের মাঝে নেই। এদেশের ছবি কি এখন দেখা হয়? ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি- সাজ্জাদ হোসেন

ঋতুপর্ণা: মান্না ভাইয়ের চলে যাওয়াটা আকস্মিক এবং বিষাদের। না, এখন সেভাবে এদেশের ছবি ফলো করা হয় না। তবে শুনেছি অনেক বদলে গেছে। অনেকদিন পর বিএফডিসিতে ঢুকলাম। খুবই ভালো লাগছে। এবার ১২ দিন থাকবো। 

বাংলা ট্রিবিউন: এদেশের অনেক শিল্পী তো কলকাতায় কাজ করছেন। তাদের সম্পর্কে জানাশোনা নিশ্চয়ই কিছুটা হয়?

ঋতুপর্ণা: হ্যাঁ, শাকিব খান, জয়া আহসান তো খুব ভালো করছে। জয়ার সঙ্গে আমি পর্দা ভাগাভাগি করেছি ‘রাজকাহিনী’তে। নুসরাত ফারিয়াও আমাদের ওখানে কাজ করছে। 

বাংলা ট্রিবিউন: শেষ প্রশ্ন— বাংলাদেশে হুমায়ূন ফরীদি (রাঙা বউ), হেলাল খান ও আমিন খান (সাগরিকা), ইলিয়াস কাঞ্চন (চেয়ারম্যান), মান্নার (স্বামী ছিনতাই) পর এ প্রজন্মের নায়ক শুভর বিপরীতে কাজ করছেন। নায়িকা হিসেবে এখনও নিজেকে ধরে রাখার রহস্য কী?

ঋতুপর্ণা: তা তো জানি না (হাসি)! ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি সাজ্জাদ হোসেন

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার