X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কুয়েতে অন্যরকম উপহার পেলেন কোনাল

বিনোদন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭

কেকা মুখোপাধ্যায়ের সঙ্গে কোনাল। সামনে ভালোবাসার সেই উপহার কেকা মুখোপাধ্যায়। কুয়েতে অনেক শিল্পীর উঠে আসা তার হাত ধরে। শিল্পী কোনালের ক্ষেত্রেও তাই। তবে তিনি বোধহয় কেকা মুখোপাধ্যায়ের কাছে একটু বেশিই প্রিয়। কারণ একটি বিরল ভালোবাসার উপহার এ শিক্ষক দিয়েছেন কোনালকে।
মাস খানেক আগে কোনাল গিয়েছিলেন তার বেড়ে ওঠার জায়গা কুয়েতে। কোনালের মতে, ‘এটাই আমার চাইল্ডহুড, ওমেনহুড বা গায়িকা হয়ে ওঠার জায়গা। অনেক সময় কুয়েতকে আমি বলি আমার গ্রামের বাড়ি।’
হ্যাঁ, সে গ্রামের বাড়িতেই স্বামী মনজুর কাদের জিয়াসহ গিয়েছিলেন। বিয়ের পর প্রথম সেখানে ভ্রমণ তাই অন্যরকম অভিজ্ঞতার মধ্যে সময় কেটেছেন এ গায়িকার। তবে সংগীতজীবনের সবচেয়ে মধুর স্মৃতিও এবার যুক্ত হয়েছে।
শোনা যাক, কোনালের মুখেই, “কেকা আন্টি বা গুরু মা’র সঙ্গে আমার সম্পর্ক একেবারেই অন্যরকম। এবার আমি কুয়েতে গিয়ে আবারও তার কাছে গান শিখতে শুরু করি। তৃতীয় দিনের ক্লাসের সময় তিনি হঠাৎ আমাকে বললেন, ‘এই হারমোনিয়ামটি তোমাকে দিতে চাই। এটি আমার সন্তানের জন্য নয়, আমার শিক্ষার্থীর হোক- এটা আমি চাই।’ সবচেয়ে ভালোলাগার স্মৃতি হলো, এই হারমোনিয়ামেই আমি বা আমরা গান শিখেছি। গুরু মা'র বকা খেয়ে এ হারমোনিয়ামের উপরই কতবার যে চোখের জল পড়েছে, তার হিসাব নাই। ৯০ সালে কুয়েত-ইরাক যুদ্ধের পর গুরু মা'র পরিবার যখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছিল, তারপর অনেক কষ্টে তারা এ হারমোনিয়াম কেনেন। গত কয়েক যুগ ধরে এতেই তার ছাত্র-ছাত্রীরা গান শিখেছেন। এই অমূল্য জিনিস তিনি আমাকে দিলেন। এ ঋণ শোধের নয়।'
এদিকে কোনাল কুয়েত থেকে দেশে ফিরেই গান নিয়ে ব্যস্ত হয়েছেন। জমে থাকা বেশ কিছু গানের কাজ গুছিয়ে নিচ্ছেন তিনি।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক