X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রুনা লায়লার দাওয়াত পেলেন ঋতুপর্ণা-শুভ

বিনোদন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১২

ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ ও রুনা লায়লা (ছবি: সংগৃহীত) আড্ডা, গল্প, হাসি, আনন্দ আর সেলফি তুলে সময় কাটলো ‘একটি সিনেমার গল্প’ ছবির অভিনয়শিল্পীদের, তবে শুটিং সেটে নয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার বাড়িতে নিমন্ত্রণ পেয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে দলবেঁধে গিয়েছিলেন তারা।

ছবিটির পরিচালক অভিনেতা-নির্মাতা আলমগীর আর রুনা লায়লা দেশের তারকা দম্পতি। সেই সূত্রে ‘একটি সিনেমার গল্প’র অভিনেত্রী কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চিত্রনায়ক আরিফিন শুভসহ অনেকের জন্য ছিল এটি অন্যরকম অভিজ্ঞতা। ছবিটির আরেক অভিনেত্রী সাবেরী আলম, আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং তাদের স্বজনরা ছিলেন।

সেলফি তুলছেন আরিফিন শুভ (ছবি: সংগৃহীত) সবাই মিলে রাতে একসঙ্গে খেয়েছেন। তাদের জন্য দাওয়াতটি হয়ে থাকলো বিশেষ। শুভর ভাষায়, ‘এককথায় অসাধারণ সময় কেটেছে।’

ঋতুপর্ণা সেনগুপ্ত ও রুনা লায়লা (ছবি: সংগৃহীত) গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) ৪ নম্বর ফ্লোরে শুরু হয় ‘একটি সিনেমার গল্প’র শুটিং। এ ছবির জন্য একটি গান সুর করেছেন রুনা লায়লা। ৫২ বছরের সংগীতজীবনে এবারই প্রথম কোনও গানের সুর ও সংগীত পরিচালনা করলেন তিনি।
রুনা লায়লার সঙ্গে ‘একটি সিনেমার গল্প’র অভিনয়শিল্পীরা (ছবি: সংগৃহীত) রুনা লায়লার সুর করা গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, এতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। এই গানে ঠোঁট মেলাবন ঋতুপর্ণা। এর কথা এমন- ‘গল্পকথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাবো, কোথায় শুরু আর শেষ হবে কোথায় সে কথা বলে যাবো’। 


আড্ডার ফাঁকে রুনা লায়লার সঙ্গে ‘একটি সিনেমার গল্প’র অভিনয়শিল্পীরা (ছবি: সংগৃহীত) পরিচালক হিসেবে এটি আলমগীরের ষষ্ঠ ছবি। এটি মূলত সিনেমার ভেতরে সিনেমার গল্প। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও তারই লেখা। এর আগে সংলাপ লেখার অভিজ্ঞতা থাকলেও কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে আলমগীরের অভিষেক হলো বলা যায়। 

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!