X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘নতুন মুখ নিয়ে কাজ করতে চেয়েছি’

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪২

(বাঁ থেকে) জান্নাতুন নূর মুন, নীলাঞ্জনা নীলা, বদরুল আনাম সৌদ, বন্যা মির্জা, সুবর্ণা মুস্তাফা ও আবু হুরায়রা তানভির (ছবি: সাজ্জাদ হোসেন) ‘পুরোপুরি নতুন মুখ নিয়ে কাজ করতে চেয়েছি। বড় পর্দায় নতুন মুখ দেখাতে চাই। যাদের কাছে দর্শকের প্রত্যাশা শূন্য। এখন যারা কাজ করছেন, তাদের মধ্যে শাকিব খান নিতে চাইতাম, কিন্তু আমার আঙ্গিক তার গতানুগতিক ছবির মতো নয়’— বলছিলেন নির্মাতা বদরুল আনাম সৌদ। ‘বাংলা ট্রিবিউন সেলেব্রিটি লাইভ উইথ বন্যা মির্জা’য় রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে অতিথি হিসেবে এসেছিলেন তিনি।

শুধু সৌদ একা নন, তার পরিচালিত প্রথম ছবি ‘গহীন বালুচর’-এর নতুন তিন মুখ নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভির ও জান্নাতুন নূর মুন এবং অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও আড্ডা দিয়েছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে। বিকাল ৪টায় বাংলা ট্রিবিউন ভেরিফায়েড ফেসবুক থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। এ আয়োজন সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউনের মার্কেটিং হেড ও অভিনেত্রী বন্যা মির্জা।

‘গহীন বালুচর’ ছবির নবীন তিনজন প্রসঙ্গে সৌদ বলেছেন, ‘নীলার সম্পর্কে আগে থেকে জানতাম। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এর দ্বিতীয় রানারআপ হয় সে। তখন আমরা একটি নাটকের কাজ করি। তারপরও অনেক কথোপকথনের মাধ্যমে তাকে চূড়ান্ত করি। মুনকেও নির্বাচনের আগে অনেক বাছাই করতে হয়েছে। আর তানভিরের ছবি প্রথম দেখি ফেসুবকে। কেউ একজন আমাকে ট্যাগ করেছিলেন। তার চোখ দেখেই আমার মনে হয়েছে, এটি আমার চরিত্রের চোখ।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) জি-সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রথম গান ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’। এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফার কাছে জানতে চান সঞ্চালক। তিনি বলেন, ‘এটি অন্যরকম অনুভূতি। নিজেদের অনেক কাজ ইউটিউবে এর আগে এসেছে। কিন্তু ‘গহীন বালুচর’ আমাদের কাছে স্বপ্ন। নিজেদের স্বপ্নের একটি জিনিস ইউটিউবে মুক্তি পাওয়া খুব ভালোলাগার ব্যাপার। গানটি খুব সুন্দর। এর কথা লিখেছেন নির্মাতা সৌদ নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। কোরিওগ্রাফি সাজিয়েছেন নাজিবা বাশার। পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি।’

ছবিটি নিয়ে সুবর্ণা বললেন, ‘এটি দেশ, মাটির ও জনপদের ছবি। আমাদের সৌন্দর্য কিন্তু অট্টালিকা নয়, শপিংমল নয়। আমাদের সৌন্দর্য এ দেশের গ্রাম, মাটি, নদী, চর। তাই এটি আমাদের শেকড়ছোঁয়া চলচ্চিত্র।’
(বাঁ থেকে) জান্নাতুন নূর মুন, বদরুল আনাম সৌদ, সুবর্ণা মুস্তাফা, আবু হুরায়রা তানভির ও নীলাঞ্জনা নীলা (ছবি: সাজ্জাদ হোসেন) রূপালি পর্দায় অভিষেকের প্রাক্কালে তানভির, মুন ও নীলা একইসঙ্গে নার্ভাস ও আনন্দিত বলে জানালেন। নীলার কাছে তো এখন ঈদের মতো লাগছে! হাসিমুখে সেই অনুভূতি মেলে ধরলেন তিনি। 
অনুষ্ঠানের ফেসবুক কমন্টে যুক্ত হয়েছিলেন দেশের বেশ কয়েকজন গুণী নির্মাতা। অনিমেষ আইচ, অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকে শুভকামনা জানান। ‘বাংলা ট্রিবিউন সেলেব্রিটি লাইভ উইথ বন্যা মির্জা’ সমন্বয় করেছেন শরাফত হোসাইন।

পুরো অনুষ্ঠানটি পাওয়া যাবে বাংলা ট্রিবিউনের ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানের লিংক রইলো নিচে:

/এম/জেএইচ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা