X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফিল্ম সাউথ এশিয়ায় লড়বে বাংলাদেশের দুই প্রামাণ্যচিত্র

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৪

নেপালের কাঠমান্ডুতে আগামী ২ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রামাণ্যচিত্রের উৎসব ‘ফিল্ম সাউথ এশিয়া ২০১৭’। এ আয়োজনে নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুটি প্রামাণ্যচিত্র— ‘শ্রমিক আওয়াজ: ওয়ার্কার্স ভয়েস’ ও ‘রোপ’।

দৃশ্য: ‘শ্রমিক আওয়াজ : ওয়ার্কার্স ভয়েস’ ফিল্ম সাউথ এশিয়া হয়ে থাকে দুই বছর পরপর। এবার এর ১১তম আসর। এশিয়ার সম্মানজনক এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে জমা পড়ে তিন শতাধিক ছবি। সেগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে ৪৬টি ছবি। ‘শ্রমিক আওয়াজ: ওয়ার্কার্স ভয়েস’ ও ‘রোপ’ আছে এ তালিকায়। এছাড়া ডকুমেন্টারিস অব ডিসেন্ট বিভাগে প্রদর্শিত হবে ১২টি প্রামাণ্যচিত্র। এর মধ্যে আছে বাংলাদেশের প্রদীপ ঘোষ পরিচালিত ‘দ্য স্কার’।

‘শ্রমিক আওয়াজ: ওয়ার্কার্স ভয়েস’ সাজানো হয়েছে পোশাক শ্রমিকদের বাস্তব জীবনকে ঘিরে। এটি প্রযোজনা করেছেন সমতলী হক। পরিচালনায় মোহাম্মদ রোমেল। ২০১৫-১৬ সালে দু’বছর ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় এর শুটিং হয়। এ ছবিতে শ্রমিকদের কণ্ঠে উঠে এসেছে ইউনিয়ন অধিকারের কথা। এছাড়া তারা পেশা ও জীবনের নানান প্রসঙ্গ নিয়েও আলাপ করেছেন।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘অ্যানুয়াল কনফারেন্স অব সাউথ এশিয়া’ র ৪৬তম আসরে প্রদর্শিত হবে ‘শ্রমিক আওয়াজ: ওয়ার্কার্স ভয়েস’। এর আগে নিউয়ার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এটি।
‘রোপ’ পরিচালনা করেছেন ইয়াসমিন কবির। ফিল্ম সাউথ এশিয়া তার জন্য নতুন অভিজ্ঞতা নয়। উৎসবটিতে বাংলাদেশের এই নারী নির্মাতার ‘দ্য লাস্ট রাইটস’ ও ‘অ্যা সার্টেন লিবারেশন’ প্রশংসিত হয়েছে। 



/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!